
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
নিউজিল্যান্ডের কাছে হেরে শেষ হয়ে গেছে ভারতের তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন । চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ।
দুইদিনে শেষ হওয়া ম্যানচেস্টারের সেমি ফাইনালে ভারত হেরে গেলেও আলোচনা আর সমালোচনা চলছে নানা বিষয় নিয়ে । বিশেষ ম্যাচে ম্যাচে ভারতের জয়ে আশা জাগানো মহেন্দ্র সিং ধোনির আউট নিয়ে চলছে বিতণ্ডা ।
২৪০ রানের টার্গেট এক পর্যায়ে ৯২ রানে ছয় উইকেট হারায় ভারত । সেই অবস্থা থেকে সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজার সাথে অষ্টম উইকেটে ১০৮ রানের জুটি গড়েন ধোনি । ৭২ রানে ৫০ রান করা ভারতের সাবেক অধিনায়ক কাটা পড়েন রান আউটের ফাঁদে । ধোনি টিকে থাকলে ভারত এই ম্যাচ জিততেও পারত বলে দাবী সেই দেশের সংবাদ মাধ্যমের ।
ধোনি যখন আউট হয়েছেন , ভারতের জিততে দরকার মাত্র ১০ বলে ২৫। স্টাইকে ছিলেন মাহি। কিন্তু লিয়াম ফার্গুসনের বলে দুই রান নিতে গিয়ে এ উইকেটরক্ষক রান আউটে কাটা পড়েন। এরপরই নিউজিল্যান্ডের দিকে ঘুরে যায় ম্যাচের পাল্লা।
ম্যাচের পর ধোনির রান আউট নিয়েই উঠেছে প্রশ্ন।
তৃতীয় পাওয়ার প্লেতে নিয়ম অনুযায়ী ৩০ গজের বাইরে পাঁচজন ফিল্ডার থাকতে হয়। কিন্তু ফার্গুসনের ওই ডেলিভারির (৪৮.৩) আগে টিভিতে একটি গ্রাফিক্স দেখানো হয়। যেখানে দেখা যায় নিউজিল্যান্ডের ৬ জন ফিল্ডার ৩০ গজের বাইরে। বাউন্ডারি সীমানায় ৬ জন ফিল্ডার রাখার সুবিধা থেকেই ধোনিকে সে সময় ২ রান নিতে দেয়নি নিউজিল্যান্ড। উল্টো মাহিকে রান আউটের ফাঁদে ফেলেন। তাতে ম্যাচ ঘুঁরে যায়।
ম্যাচ শেষে তাই ধোনির রান আউট নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এদিকে ধোনি লকি ফার্গুসনের যে ডেলিভারিতে রান আউট হয়েছেন সেটির বৈধতা নিয়েও উঠেছে প্রশ্ন। যদি বলটি ‘নো বল’ হয়ে থাকে তারপরও কিন্তু ধোনি রান আউটই হতেন (নো বলে ব্যাটসম্যান রান আউট হতে পারে)।
বলটি যদি নো ডাকতেন আম্পায়ার তাহলে নাকি ধোনি ২ রানের ঝুঁকি নিতেন না। এমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ম্যাচে আম্পায়ারের এমন আচরণ ‘রহস্যময়’ মনে হচ্ছে ভারতীয়দের কাছে ! কেউ কেউ আবার একে পরিকল্পিতভাবে ভারতকে হারিয়ে দেবার চেষ্টা হিসেবেও দেখতে চাইছেন !
যদিও ক্রিকেটপ্রেমীদের আরেকটি পক্ষের দাবি, গ্রাফিকে ভুল দেখানো হয়েছে। সে যাই হোক, তুমুল সমালোচনা হচ্ছে আম্পায়ারদের। যদিও এবারের বিশ্বকাপে এর আগেও ম্যাচ অফিসিয়ালদের অনেক ভুলই ধরা পড়েছে। কিন্তু আইসিসি এখন পর্যন্ত কোন পদক্ষেপই নেয়নি।
আহাস/ক্রী/০০৫