Download WordPress Themes, Happy Birthday Wishes

‘শত্রু’ হয়ে আসা রোনালদোর উন্মাদনায় মেতেছে ইরান

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো । জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি । করেছেন ইউরোপের ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বাধিক ১৪০ গোল । আপাতত যে রেকর্ড ভাঙ্গার কোন সম্ভাবনা নেই । কারণ রোনালদোর নিকটতম প্রতিপক্ষ লিওনেল মেসিও বিদায় নিয়েছেন ইউরোপ থেকে । রোনালদো যেমন যোগ দিয়েছেন সৌদি আরবের আল নাসর ক্লাবে , তেমনি ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১২৯ গোলের মালিক মেসির ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ।

ইউরোপ ছেড়ে আসা রোনালদো প্রথমবারের মত খেলবেন এএফসি চ্যাম্পিয়ন্স লীগে । প্লে-অফে সংযুক্ত আরব আমিরাতের শাবাব আল আহলিকে ৪-২ গোলে হারিয়ে আল নাসর জায়গা করে নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লীগের চূড়ান্তপর্বে । সেখানে তাদের জায়গা হয়েছে ‘ই’ গ্রুপে । আল নাসরের গ্রুপে অপর তিন প্রতিপক্ষ তাজিকিস্তানের ইস্তিকলোল , কাতারের আল দুহাইল আর ইরানের পার্সিপোলিস এফসি ।

আল নাসর কখনও এএফসি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা পায় নি । চলতি মৌসুমে রোনালদো , সাদিও মানে , মার্সেলো ব্রাহোভিচ আর তালিস্কাদের নিয়ে প্রথমবারের মত জয় করেছে আফ্রেো-আরব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ । দুই মহাদেশের সেরা মুসলিম দেশের ক্লাব নিয়ে অনুষ্ঠিত আসরের সেরা গোলদাতা ছিলেন রোনালদো ।

আল নাসর রোনালদোকে নিয়ে চায় এএফসি চ্যাম্পিয়ন্স লীগ জিততে । মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে সেই মিশন । প্রতিপক্ষ ইরানের পার্সিপোলিস এফসি । রাজধানী তেহরানের আজাদি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায় ।

ইতোমধ্যে আল নাসর ক্লাব পা রেখেছে ইরানের রাজধানী তেহরানে । অবশ্যই লক্ষ্য ইরানের ক্লাবকে হারানো । সহজ বাংলায় , শত্রু হয়েই ইরানের মাটিতে পা রেখেছেন সিআর-সেভেন । কিন্তু ইরানের ফুটবলভক্তরা শত্রু নয় , যেন কাছে পেয়েছে পরম-বন্ধুকে । উল্লাস আর উৎসবের আমেজে তারা অভ্যর্থনা জানিয়েছে বিশ্বের সেরা ফুটবলারকে ।

রোনালদোর মত মহাতারকা ইরানের মাটিতে খেলবেন , এটাই ইরানীদের গর্ব । আল নাসর ক্লাব চ্যাম্পিয়ন্স লীগের চূড়ান্তপর্বে জায়গা করে নেয়ার পর থেকেই শুরু হয়েছে উল্লাস । বিশেষ করে যে দলগুলো আল নাসরের গ্রুপে পড়েছে , যেইসব দেশে আনন্দের মাত্রা সীমাহীন । যার একটি ইরান । রোনালদোরা আসছেন এই খবরে ব্যাপক উন্মাদনা শুরু হয়ে যায় ভক্তদের মাঝে। ব্যানার, প্লে কার্ড নিয়ে তারা হাজির হন ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমান বন্দরে।

দুঃখের বিষয় হচ্ছে , রোনালদোকে কড়া নিরাপত্তার জন্য বিমানবন্দরে দেখতে পারেন নি ভক্তরা । কিন্তু তাতে কি ? ভক্তদের মিছিল রোনালদোদের বহন করা বাহনের পিছু নিয়ে হাজির হয়েছে টিম হটেলে। সেখানে ভাগ্যবান কয়েকজন চর্মচোখে দেখেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে। তবে এর মাঝেও তৈরি হয় আবেগঘন পরিবেশ।

রোনালদোকে কাছ থেকে দেখার জন্য ইরানের অনেক বিত্তশালী ব্যক্তি আল নাসরের অবস্থান করা হোটেলে রুম-বুক করে রেখেছেন । যদিও রোনালদোর ধারেকাছে যেতে দেওয়া হচ্ছে না কাউকে । তাতে হতাশ ফুটবল সমর্থকরা ।

রোনালদোর খেলা দেখতে আজাদি স্টেডিয়াম পরিপূর্ণ থাকছে । ইতোমধ্যে শেষ হয়ে গেছে ম্যাচের অগ্রিম টিকেট । বিগত ইরানি লীগের রানার্স-আপ পার্সিপোলিস এফসি রোনালদোদের কঠিন পরীক্ষা নেবে বলে হুংকার দিয়ে রেখেছে । ইরানের ইস্তিগ্লাল ক্লাব দুবার আর পাস তেহরান একবার জিতেছে এএফসি শিরোপা । পার্সিপোলিস এফসি ২০১৮ এবং ২০২০ সালের ফাইনাল খেলেছে । তাই ম্যাচটি আল নাসরের জন্য কঠিন পরীক্ষা হবে সন্দেহ নেই ।

রোনালদো কখনও ইরানের কোন ক্লাবের বিপক্ষে খেলেন নি । তবে ২০০৬ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানকে ২-০ গোলে হারিয়েছিল পর্তুগাল । সেই ম্যাচে দ্বিতীয়  গোল ছিল রোনালদো । ২০১৮ সালের বিশ্বকাপে ইরান ১-১ গোলে রুখে দেয় পর্তুগীজদের । সেই ম্যাচে রোনালদো কোন গোল পান নি । 

আহাস/ক্রী/০০৩