Download WordPress Themes, Happy Birthday Wishes

মিয়ানমারের কাছে হারলো বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে এশিয়ান গেমস । চীনের হ্যাংঝাউ শহরে অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়ান গেমসের আসর । যদিও আনুষ্ঠানিক উদ্বোধনের দিন কয়েক আগেই মাঠে গড়িয়েছে ফুটবল ইভেন্ট । আর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হেরেছে মিয়ানমারের কাছে ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ আর মিয়ানমার । ম্যাচটি মিয়ানমার জিতেছে ১-০ গোলে ।

ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয় নি । দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আত্মঘাতী গোল করেন বাংলাদেশের মুরাদ। শেষ পর্যন্ত আর কোন গোল হয় নি । ফলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ানমার ।

এশিয়ান গেমসে পূর্ণ জাতীয় দল খেলছে না । নিয়মানুযায়ী অংশ নিচ্ছে প্রতিটা দেশের অনূর্ধ্ব-২৩ অলিম্পিক ফুটবল দল । দলে খেলতে পারেন তিনজন সিনিয়র ফুটবলার । বাংলাদেশের হয়ে সিনিয়র কোটায় খেলছেন সুমন রেজা আর মেহেদী মুরাদ । মেহেদি মুরাদের আত্মঘাতী গোলেই হেরেছে বাংলাদেশ ।

বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা এশিয়ান গেমসে জামাল ভুইয়াকে চেয়েছিলেন । কিন্তু আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলার কারণে জামাল ছুটি পান নি । তাঁর জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন রহমত মিয়া ।

চলতি এশিয়ান গেমসে বাংলাদেশের গ্রুপে রয়েছে মিয়ানমার , ভারত আর চীন । স্বাগতিক চীন ফিফা র‍্যাংকিংয়ের ৮০তম স্থানে আছে । এছাড়া ভারত ৯৯ আর মিয়ানমার ১৬০তম অবস্থানে । সেখানে বাংলাদেশের ফিফা র‍্যাংকিং ১৮৯ । ২০২৩ সালের এশিয়াড পুরুষ ফুটবলে ২১ দল ছয় গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে । প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল এবং চারটি সেরা তৃতীয় স্থান পাওয়া দল নাম লেখাবে দ্বিতীয় রাউন্ডে।

২০১৮ সালের ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। ওই আসরের গ্রুপ পর্বে উজবেকিস্তান, কাতার ও থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল লাল-সবুজরা। অধিনায়ক জামাল ভূঁইয়ার গোলে কাতারের মতো দলকে হারিয়েছিল তারা। ড্র করেছিল শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও লড়াইটা মন্দ করেনি বাংলাদেশ। যদিও তারা ম্যাচ হেরেছিল ৩-১ ব্যবধানে।

আহাস/ক্রী/০১০