Download WordPress Themes, Happy Birthday Wishes

দুর্নীতির অভিযোগে আইসিসি’র জালে নাসির

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা ‘আইসিসি’র জালে আটকা পড়েছেন নাসির হোসেন । বাংলাদেশের ক্রিকেটারের বিরুদ্ধে আনা হয়েছে দুর্নীতির স্পষ্ট অভিযোগ । শুধু নাসির না , বিশ্ব ক্রিকেটের আটজন তারকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি’র অ্যান্টি করাপশন ইউনিট (আকসু)।

জানা গেছে , নাসিরের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ এসেছে । ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়েছিলেন নাসির। সেখানে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন এমন অভিযোগ এনেছে এমেরেটস ক্রিকেট বোর্ড। এমনকি এ সংক্রান্ত তদন্তেও সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন নাসির।

২০২১ সালে আবুধাবি টি-টেন লীগ শেষ হওয়ার পরেই তদন্ত শুরু করে আকসু । শেষ পর্যন্ত আট ক্রিকেটারের বিরুদ্ধে তারা কিছু দুর্নীতির প্রমাণ বের করতে পেরেছে। যে দুর্নীতির সঙ্গে জড়িত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার নাসির হোসেন।আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এসব তথ্য। তবে এই আট অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা এখনো জানায়নি আইসিসি।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাসির হোসেন দুর্নীতি বিরোধী ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আহাস/ক্রী/০১০