
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
চলতি বছরের জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে । যদিও নতুন ক্লাবে রোনালদোর প্রথম মৌসুম খুব বেশী ভাল কাটে নি । আল নাসেরকে থাকতে হয়েছে শিরোপাবিহীন । যা মেনে নিতে পারছেন না রোনালদো । আগামী মৌসুমে সৌদি ক্লাব ছেড়ে তিনি পাড়ি জমাবার পরিকল্পনা করছেন অন্য কোথাও , এমনটাই জানিয়েছে ইউরোপের একাধিক সংবাদ মাধ্যম ।
রোনালদোর উপস্থিতিতে আল নাসের বিদায় নেয় কিংস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে । সৌদি সুপার কাপেও সেমি ফাইনালে থামে তাদের অভিযান । শেষ পর্যন্ত সৌদি পেশাদার লিগ শিরোপা থেকেও বঞ্চিত হয় আল নাসের । সন্তুষ্ট থাকতে হয়েছে লিগে রানার্স আপ হয়ে । ১৬ দলের ‘হোম এন্ড অ্যাওয়ে’ ভিত্তিক প্রতিযোগিতার ৩০ ম্যাচ শেষে আল নাসেরের পয়েন্ট ৬৭ । সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে আল ইত্তিহাদ । তারাই জিতেছে শিরোপা । যা তাদের নবম লিগ শিরোপা । সমান লিগ ট্রফি আছে আল নাসেরের । সবচেয়ে বেশী ১৮বার সৌদি লিগের শিরোপা জিতেছে আল হিলাল ।
বুধবার (৩১ মে) নিজেদের শেষ ম্যাচে আল নাসের ৩-০ গোলে হারিয়েছে আল ফাতেহ ক্লাবকে । ম্যাচে ছিলেন না রোনালদো । বলা হচ্ছে , অনুশীলনে চোট পেয়েছেন তিনি । যদিও বিষয়টি নিয়ে আছে কিছুটা ধোঁয়াশা । অনেকেই মনে করছেন , লিগ শিরোপা ফয়সালা হয়ে যাওয়ায় গুরুত্বহীন ম্যাচ মাঠে নামতে চান নি রোনালদো ।
চলতি জুনে ইউরোপিয়ান বাছাই পর্বে মাঠে নামবে পর্তুগাল । ইতোমধ্যে কোচ রবার্টো মার্টিনেজ স্কোয়াড ঘোষণা করেছেন । জানিয়েছেন , আসন্ন বাছাই পর্বে রোনালদো অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন । দল ঘোষণার পর মার্টিনেজ জানিয়েছেন , ‘ রোনালদো আমাদের নেতা । ৩৭ বছরের রোনালদো এখনও দলের সেরা খেলোয়াড় । তাঁর অভিজ্ঞতা বিশাল । সবচেয়ে বড় কথা , তাঁর জয়ের উদগ্র বাসনা এখনও যে কোন তরুণ খেলোয়াড়ের চেয়ে বেশী । আমাদের অনুপ্রেরণা রোনালদো ।’
১৮ জুন পর্তুগাল নিজেদের মাটিতে খেলবে বসনিয়ার বিপক্ষে । ২১ জুন খেলা স্বাগতিক আইসল্যান্ডের মাঠে । ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা প্রথম দুই ম্যাচে হারিয়েছে লিখটেনস্টেইন আর লুক্সেমবার্গকে । দুই ম্যাচে চার গোল করেছেন রোনালদো । ১২২ গোল নিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সেরা গোলদাতা ।
ধারণা করা হচ্ছে , বসনিয়া আর আইসল্যান্ডের ম্যাচের আগে নিজেকে নিয়ে কোন ঝুঁকিতে যেতে চান নি রোনালদো । আর আল ফাতেহর বিপক্ষ ম্যাচও ছিল গুরুত্বহীন । তাই সিআর-সেভেন ইনজুরির অজুহাতে নিজেকে সরিয়ে নিয়েছেন ম্যাচ থেকে ।
এদিকে , স্পেনের ‘এল ন্যাশিওনাল’ দিয়েছে নতুন খবর । রোনালদো যোগাযোগ করছেন এথলেটিকো মাদ্রিদের সাথে । আগামী মৌসুমে হোয়াও ফেলিক্স থাকছেন না লা রোজা ব্লাংকোসদের সাথে । ২০২৩ সালের জানুয়ারি থেকে তাঁকে ধারে খেলিয়েছে চেলসি । ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি পর্তুগীজ তারকাকে পাকাপাকিভাবে কিনতে আগ্রহী । এথলেটিকো মাদ্রিদের সাথে তাদের সমঝোতা হয়ে গেছে । এছাড়া উলভসে ধারে যাওয়া ম্যাথিয়াস আকুইনাও ফিরছেন না । তাঁকেও স্থায়ীভাবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দিয়াগো সিমিওনের দল । ফলে আগামী মৌসুমের জন্য তাদের দরকার একজন গোলস্কোরার । রোনালদো হতে পারেন এথলেটিকোর নতুন নাম ।
জার্মানির এক ব্যবসায়ী মার্কোস শ্যুন আগামী মৌসুমে রোনালদোকে দেখতে চান বায়ার্ন মিউনিখে । রোনালদোকে ক্রয়ের সমস্ত খরচ তিনি দিতে রাজী । এছাড়া নিউ ক্যাসেলে রোনালদোর যোগ দেয়ার কথা শোনা গেছে । যদিও ম্যাগপাই কোচ এডি হাউ বলেছেন , ‘ রোনালদোর মতো খেলোয়াড় পেলে আমরা দারুণ খুশী হব । কিন্তু বাস্তবতা হচ্ছে , রোনালদোর মতো বিশ্বসেরা খেলোয়াড় ক্রয়ের আর বেতন বহনের সামর্থ্য আমাদের নেই । ‘
রোনালদো নিজেও আল নাসের ছাড়বেন , এমন কথা বলেন নি । বরং তিনি মার্সেলো , পেপের মতো সাবেক সতীর্থদের আনতে চান আল নাসেরে । দলকে গড়ে তুলতে চান সেরা হিসেবে । আগামী মৌসুমে রোনালদোর লক্ষই হবে দলকে সৌদি লিগসহ বিভিন্ন ট্রফি জেতানো । সেই চ্যালেঞ্জ নিয়ে অন্তত আরও একটি মৌসুম রোনালদো সৌদি আরবে কাটাবেন , এমন ভাবনা অস্বাভাবিক না ।
আহাস/ক্রী/০০৫