Download WordPress Themes, Happy Birthday Wishes

ফেডারেশন কাপ জিতেও মোহামেডানের খেলা হচ্ছে না এএফসি কাপে !

আহসান হাবীব সুমন/ক্রীড়ালোকঃ 

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে এখন উৎসবের আমেজ । হবে নাই বা কেন ? দীর্ঘ ৯ বছর পর দেশের জনপ্রিয় ক্লাবটি পেয়েছে শিরোপার স্বাদ । ২০১৪ সালের ‘স্বাধীনতা কাপ’ ছিল মোহামেডানের জয় করা শেষ ট্রফি ।  সেই থেকে মোহামেডান ভুগেছে শিরোপা খরায় । তবে ফেডারেশন কাপ জয়ের পর  একটি শিরোপার জন্য হাহাকার করা সমর্থকদের মনে বইছে প্রশান্তির হিমেল বাতাস । সবাই স্বপ্ন দেখছে , সাম্প্রতিক সময়ের ব্যর্থতা পেছনে ফেলে  মোহামেডান শিবির ফিরবে সাফল্যের পথে । 

মঙ্গলবার (৩০ মে) কুমিল্লার শহীদ সিপাহী ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফেডারেশন কাপের ফাইনাল । ২০০৯ সালের পর প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখায় মোহামেডান । ফাইনালের প্রতিপক্ষ আবাহনী ক্রীড়া চক্র । মোহামেডানের চির-প্রতিপক্ষ । যে কারণে ফাইনাল পায় বাড়তি মর্যাদা ।

কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডান বনাম আবাহনীর ফাইনাল ছিল উত্তেজনার বারুদে ঠাসা । ১২০ মিনিটের  লড়াই শেষ হয় ৪-৪ গোলে । মোহামেডানের সোলেমান দিয়াবাতে একাই চার গোল করে গড়েন নতুন ইতিহাস । বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে কোন ঘরোয়া আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমবার কোন খেলোয়াড় করলেন চার গোল । দিয়াবাতে গত পেশাদার লিগের সেরা গোলদাতা ছিলেন । এবার ফেডারেশন কাপে জিতেছেন ফাইনালের সেরা , টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার । সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আট গোল করে । 

মোহামেডানের ফেডারেশন কাপ জয়ের পর  উঠেছে নতুন প্রশ্ন । মোহামেডান কি খেলতে পারবে এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) কাপে ? খুব সম্ভবত না । কারণ মোহামেডানের এএফসি লাইসেন্স নেই । বাংলাদেশে শুধু বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের রয়েছে এএফসির ক্লাব লাইসেন্স । এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থার ক্লাব লাইসেন্সিং পেতে থাকতে হবে নিজস্ব মাঠ । বসুন্ধরার নিজেদের মাঠ আছে । আবাহনী নিজেদের মাঠ হিসেবে দেখিয়েছে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামকে । তাই তাদের এএফসি শর্ত পূরণ হয়েছে ।

২০২৩ সালের ফেডারেশন কাপ জয়ের কল্যাণে মোহামেডানের পাওয়ার কথা  এশিয়ার ক্লাব ফুটবলে দ্বিতীয় স্তর এএফসি আপে খেলার সুযোগ । আর বসুন্ধরা কিংস পেশাদার লিগ জয়ের কল্যাণে খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং প্লে-অফ । কিন্তু  মোহামেডান এএফসি ক্লাব কাপে সুযোগ পেলেও অংশগ্রহণ নিশ্চিত না । মোহামেডান ১৯৮৮ সালে বাংলাদেশের একমাত্র দল হিসেবে এএফসি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার রেকর্ড গড়ে রেখেছে । আর ২০০৬ সালে খেলেছিল সর্বশেষ এএফসি বাছাই । সেই সময় লাইসেন্স আর অন্যান্য শর্তের বিষয়ে কঠোর ছিল না এএফসি । সংশ্লিষ্ট দেশ থেকে নির্দিষ্ট কোটায় খেলা যেতো । কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন ।

বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী জানিয়েছেন , ‘ ২০২৩-২৪ মৌসুমের এএফসি কাপে খেলবে বসুন্ধরা আর ঢাকা আবাহনী । এই স্লট নির্ধারিত হয়েছে ২০২১-২২ মৌসুমের বিবেচনায় । সাথে বিবেচিত হয়েছে লাইসেন্সিং প্রশ্ন । ‘

মোহামেডান প্রসঙ্গে আনসারী জানান , ‘ সদ্য ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডান সুযোগ পেতে পারে ২০২৪-২৫ মৌসুমে । সেই ক্ষেত্রে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে । ‘

জানা গেছে , এএফসি পূর্ববর্তী সময়ে চার বছরের জন্য স্লট নির্দিষ্ট করে দিত । অর্থাৎ কোন মৌসুমে কয়টা দল বাংলাদেশ থেকে খেলবে জানা যেতো । পূর্ব নিয়মে বাংলাদেশের একটি দল পেয়েছে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার সুযোগ । অন্যদলের জন্য বরাদ্দ ছিল কোয়ালিফাইং প্লে-অফ । তবে বর্তমানে ক্লাব র‍্যাংকিং বাড়ায় বাংলাদেশ থেকে একটি দল পাচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগ । সেই দলটি বসুন্ধরা কিংস । বসুন্ধরার কোয়ালিফাইং প্লে-অফ প্রতিপক্ষ উজবেকিস্তানের ক্লাব এজিএমকে ওলমালিক এফসি । এই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে কাতারের আল আরাবির বিপক্ষে । কোয়ালিফাইং প্লে-অফ বাঁধা পেরুতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মিলবে ঠাই ।

এখন এএফসি প্রতি বছর তাদের ক্লাব টুর্নামেন্টের জন্য স্লট নির্ধারণ করবে। যে কারণে ২০২৪-২৫ মৌসুমের জন্য বাংলাদেশের কয়টি ক্লাবের সুযোগ আসবে এএফসির টুর্নামেন্ট খেলার তা নির্ভর করবে কোটা বা স্লটেরও ওপর। তাই মোহামেডানের চলতি মৌসুমের এএফসি কাপে খেলার কোন সুযোগ নেই । আগামী মৌসুমে শর্ত পূরণ আর স্লট মিললে মোহামেডান পেতে পারে সুযোগ ।

মোহামেডান ক্লাব সুত্রে জানা গেছে , আগামীতে এএফসি লাইসেন্সের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।

আহাস/ক্রী/০০৩