
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
ইউরোপিয়ান ফুটবলের ২০২২-২৩ মৌসুম প্রায় শেষ । ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে ইউরোপের সেরা পাঁচ লিগের শিরোপা । শেষ উয়েফা ইউরোপা লিগ । আগামী ১১ জুন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরোপিয়ান ফুটবল মৌসুমের ।
২০২২-২৩ মৌসুমের যবনিকা টানার সাথে সাথে কিছু খেলোয়াড় হয়ে পড়েছেন ঠিকানাহীন । যাদের সাথে পুরনো ক্লাবের চুক্তি শেষ । নতুন করে চুক্তি হয় নি কারো সাথে । এমন খেলোয়াড়দের মধ্যে আছে লিওনেল মেসি আর করিম বেঞ্জেমাদের মতো বড় নাম । চলতি জুনেই শেষ হচ্ছে মেসির সাথে পিএসজির চুক্তি । বেঞ্জেমাও হতে চলেছেন রিয়েল মাদ্রিদের চুক্তিমুক্ত । তবে বেঞ্জেমাকে নতুন করে এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়েল । কিন্তু মেসির সাথে চুক্তি বাড়াবার আগ্রহ দেখাচ্ছে না পিএসজি ।
জুনের ৩০ তারিখে পিএসজির সাথে মেসির আর বেঞ্জেমার সাথে রিয়েলের চুক্তি শেষ হচ্ছে । শোনা গিয়েছিল , মেসি ফিরতে পারেন পুরনো ক্লাব বার্সেলোনায় । কিন্তু স্পেনের বিশিষ্ট ক্রীড়ালেখক গুয়েলেম বাল্লাগ জানিয়েছেন , ‘ মেসির কাতালান শিবিরে ফেরার কোন সম্ভাবনা নেই। ‘
আর্থিক সমস্যায় জর্জরিত বার্সেলোনা পড়েছে লা লিগা কর্তৃপক্ষের বাধ্যবাধকতায় । মেসিকে উচ্চ বেতন দেয়ার সামর্থ্য এই মুহূর্তে তাদের নেই । উল্টো গ্যাভিদের মতো উঠতি খেলোয়াড়দের বিক্রি করতে হতে পারে বার্সার । বিবিসি’তে নিজের কলামে গুয়েলেম লিখেছেন , ‘ মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা অবাস্তব । বার্সেলোনা লা লিগার বেঁধে দেয়া ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র শর্তে বন্দী । তারা ইচ্ছে করলেও মেসিকে দলে আনতে পারবে না । ‘
মেসির খুব ইচ্ছে ইউরোপে থেকে যাওয়ার । কিন্তু ইউরোপ থেকে মেসির জন্য কোন প্রস্তাব নেই । আছে সৌদি আরবের আল হিলাল এবং আমেরিকার ইন্টার মায়ামির প্রস্তাব । তবে মাত্র ইউরোপিয়ান মৌসুম শেষ হল । তাই মেসির জন্য নতুন কোন দলের প্রস্তাব আসতেও পারে । তাছাড়া চুক্তি শেষ হয়ে যাওয়ায় মেসিকে কিনতে বাড়তি ‘রিলিজ ক্লজ’ দিতে হচ্ছে না । এই সুযোগ নিতে পারে যে কোন দল ।
বেঞ্জেমা রিয়েল মাদ্রিদে থাকতে চেয়েছিলেন । কিন্তু হঠাৎ করেই সৌদি আরব থেকে তাঁর জন্য ২০০ মিলিয়ন বার্ষিক পারিশ্রমিকের প্রস্তাব আসায় সৃষ্টি হয়েছে ধুম্রজাল । শোনা যাচ্ছে , ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বাড়তি আয়ের সুযোগ হাতছাড়া নাও করতে পারেন তিনি ।
মেসি-বেঞ্জেমা ছাড়াও জুনে চেলসির সাথে শেষ হচ্ছে এন’গোলো কন্তের চুক্তি । চেলসির নতুন কোচ মৌরিসিও পচেত্তিনোর ভবিষ্যৎ পরিকল্পনায় কন্তে নেই । তাই তিনি আগামী মৌসুমে চাপাতে পারেন নতুন ক্লাবের জার্সি ।
চুক্তি শেষ হওয়ার তালিকায় আছেন লিয়েস্টার সিটি মিডফিল্ডার ইউরি তিয়েলেম্যান্স । তাঁর জন্য আগ্রহী প্রিমিয়ার লিগের বড় দল আর্সেনাল । এছাড়া হোসে মারিনিওর রোমাও পেতে চায় তাঁকে ।
বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করছেন সার্জিও বুস্কেটস । তিনি আমেরিকার মেজর লিগ সকার কিংবা সৌদি আরবের আল হিলালে যোগ দিতে পারেন ।
চুক্তি শেষ হওয়ায় ম্যানচেস্টার সিটি ছাড়ছেন ইকে গুন্দুগান । যদিও ম্যান সিটি কোচ পেপে গার্দিওলা চেষ্টা করছেন তাঁকে ধরে রাখতে । কিন্তু গুন্দুগান নিজেই সিটিজেন শিবিরে থাকতে নারাজ । তাঁকে বার্সেলোনা কিংবা আর্সেনালে দেখা যেতে পারে ।
টনি ক্রুস , রবার্ট ফির্মিনিও , ইব্রাহিমোভিচ , মার্কাস থুরাম , লুকা মদ্রিচ , আদ্রিয়েন র্যাবিও , মার্কো এসেন্সিওদের সাথেও ক্লাবের চুক্তি শেষ হচ্ছে জুনে । কারো সাথে পুরনো ক্লাবের চুক্তি হতে পারে । আবার কেউ কেউ পাড়ি জমাবেন নতুন ক্লাবে । এমন পরিস্থিতিতে আগামী মৌসুমের দলবদলের বাজারে অনেক নাটক দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল ।
আহাস/ক্রী/০০৪