
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
২০১৮ এবং ২০২২ , টানা দুটি ফিফা বিশ্বকাপের মুল পর্ব খেলা হয় নি ইটালির । খেলবে কি করে ? তারা তো বাছাই পর্বের বাঁধাই পেরুতে পারে নি । কিন্তু তাতে কি ইটালিকে দুর্বল দল বলার উপায় আছে ? নেই । চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে । উঠেছে ইউরোপের অন্যনতম বড় আসর উয়েফা নেশন্স লিগের সেমি ফাইনালে । তাই তাদের টানা দুটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না ।
আগামী ১৬ জুন উয়েফা নেশন্স লিগের প্রথম সেমি ফাইনালে ইটালি মুখোমুখি হবে স্পেনের । হল্যান্ডের এফসি টুয়েন্টির ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ইটালিয়ান কোন রবার্টো মাঞ্চিনি ।
অবাক করা ব্যাপার হচ্ছে , মাঞ্চিনির দলে নেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ইন্টার মিলানের কোন ফুটবলার । ইনজুরির কারণে বাদ পড়েছেন আটালান্টা ডিফেন্ডার গিওর্গিও স্কালভিনি ও এসি মিলানের মিডফিল্ডার সান্দ্রো টোনালি। প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে ডাক পেয়েছেন লিচ্চের ডিফেন্ডার ফেডেরিকো বাশিরোত্তো। ল্যাৎজিওর দুই ফরোয়ার্ড সিরো ইমোবিল ও মাত্তিয়া জাকাগনি যথাক্রমে গত বছরের সেপ্টেম্বর ও জুনের পর প্রথমবারের মত দলে ফিরেছেন।
গোলরক্ষক : গিয়ানলুইজি ডোনারুমা, এ্যালেক্স মেরেত, গুগলিয়েরমো ভিকারিও।
ডিফেন্ডার : ফেডেরিকো বাশিরোত্তো, লিওনার্দো বনুচ্চি, আলেহান্দ্রো বুনগিয়োর্নো, গিওভান্নি ডি লোরেঞ্জো, আলেহান্দ্রো ফ্লোরেঞ্জি, ফেডেরিকো গাত্তি, লিওনার্দো স্পিনাজ্জোলা, রাফায়েল টোলোয়ি।
মিডফিল্ডার : ব্রায়ান ক্রিস্টান্টে, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, ম্যানুয়েল লোকাতেল্লি, লোরেঞ্জো পেলেগ্রিনি, মাত্তেও পেসিনা, মার্কো ভেরাত্তি, নিকোলো জানিয়োলো।
ফরোয়ার্ড : ডোমেনিকো বেরার্ডি, ফেডেরিকো চিয়েসা, উইলফ্রিড জিনোনটো, সিরো ইমোবিলে, গিয়াকোমো রানপাডোরি, মাতেও রেতেগুই, মাত্তিয়া জাকাগনি।
আহাস/ক্রী/০০৮