Download WordPress Themes, Happy Birthday Wishes

রিংকু সিংদের নিয়েই হচ্ছে ভারতীয় স্কোয়াড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ভারতীয় ক্রিকেটারদের সময় কাটছে ভীষণ ব্যস্ততার মধ্যে । আপাতত জাতীয় দলের ম্যাচ নেই । কিন্তু নিয়মিত খেলতে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ । রবিবার (২৮ মে) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে ষোড়শ আইপিএলের । কিন্তু ফ্রেঞ্চাইজি আসর শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই । ভারতীয় ক্রিকেটারদের নামতে হবে আন্তর্জাতিক ।

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ । সেপ্টেম্বরে আয়োজিত হবে এশিয়া কাপ । পাকিস্তানের সাথে দ্বন্দ্বে ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল । কিন্তু শেষ পর্যন্ত হাই-ব্রিড পদ্ধতির টুর্নামেন্টে পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের এশিয়া কাপের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ।

১১ জুন মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল । লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনাল দুই দলের জন্যই দারুণ গুরুত্বপূর্ণ । ভারত গত আসরের ফাইনালে উঠে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে । আর দ্বিতীয় আসরে প্রথম ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া । ফাইনালে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের খেতাবের সাথে মিলবে বিশাল আর্থিক পুরস্কার । চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার তথা ১৭ কোটি ১৫ লাখ টাকা। আর রানার্স-আপ দল পাবে ৮ লাখ ডলার তথা ৮ কোটি ৬০ লাখ টাকা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতের ওয়ানডে লড়াই আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে । খেলোয়াড়দের টানা খেলার ধকল থেকে বাঁচাতে সিনিয়র খেলোয়াড়দের আফগানিস্তান সিরিজে বিশ্রাম দেয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বিসিসিআই’। তাছাড়া আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপের জন্য নতুন খেলোয়াড়দের পরীক্ষা করারর কথাও ভাবছে ভারতের ক্রিকেট কর্তারা । সেই চিন্তা থেকেই ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা , বিরাট কোহলি আর মোহাম্মদ শামিদের বিশ্রাম দেয়া হতে পারে । দলে জায়গা দেয়া হবে আইপিএল মাতানো রিংকু সিং আর যশস্বী জয়সওয়ালের মতো কয়েক জন তরুণকে ।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত । আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় হবে ২০ থেকে ৩০ জুন। তিনটি টি-টোয়েন্টি বা তিনটি এক দিনের ম্যাচ খেলতে পারে দু’দেশ। আইপিএল ফাইনাল দেখতে ভারতে আসবেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াজ আশরাফ। তখন চূড়ান্ত হবে সিরিজ়ের রূপরেখা।

বিসিসিআই সুত্রে জানা গেছে , রোহিআবার ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের পর আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা ভারতের। এশিয়া কাপের আগে সেই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিককেও।তের অনুপস্থিতিতে ভারতীয় দলকে আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডেয়া ।

ভারতীয়দের মুল পরিকল্পনা , বিশ্বকাপের আগে সেরা খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেয়া । সেই সাথে রিংকু সিংয়ের মতো উঠতি তারকাদের তৈরি রাখা । যাতে কোন নিয়মিত খেলোয়াড় ইনজুরিতে পড়লে প্রয়োজনীয় ব্যাক-আপ পাওয়া যায় ।

আহাস/ক্রী/০০৫