
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
টানা তিন ম্যাচ গোল করতে পারেন নি । সেই তিন ম্যাচের একটিতে দেখেছিলেন হারের মুখ । তাই আভার বিপক্ষে সৌদি আরবের পেশাদার লিগে মাঠে নামার আগে খানিকটা চাপেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো । তবে সেই চাপ ক্রিতে উঠেছেন তিনি । করেছেন দুর্দান্ত ফ্রি কিক গোল । দলকেও জিতিয়েছেন ।
শনিবার (১৮ মার্চ) আভার ক্লাবের মাশুল পার্ক স্টেডিয়ামে খেলতে যায় আল নাসের । শুরুতে পিছিয়ে পড়েও সৌদি জায়ান্ট আল নাসের জিতেছে ২-১ গোলে ।
আভার মাঠে ২৬ মিনিটেই পিছিয়ে পড়ে আল নাসের । গোলটি করেন আব্দুলফাত্তাহ আদাম আহমেদ।
গোল পরিশোধের জন্য মরিয়া আল নাসের নষ্ট করেন অনেক সুযোগ । আভাও পেয়েছিল ব্যবধান বাড়াবার সুযোগ । কিন্তু কোন দলই সফল হচ্ছিল না । শেষ পর্যন্ত ৭৮ মিনিটে কাংখিত গোলের দেখা পান রোনালদো ।
৩৫ গজ দূর থেকে একটি ফ্রি-কিক পায় আল নাসের। সাধারণত কোন ফুটবলার এত দূর থেকে সরাসরি শট নেওয়ার সাহস দেখান না। রোনালদো অতীতে একাধিকবার এমন দূরত্ব থেকে গোল করেছেন ঠিকই কিন্তু তার সাম্প্রতিক ফ্রি-কিক পরিসংখ্যান অত্যন্ত খারাপ।
তাও নিজের ক্ষমতাকে একবার পরীক্ষার মুখোমুখি দাঁড় করান রোনালদো । ৩৫ গজ দূর থেকেই শট নেন এবং কামানের গোলার মতো শটে বলটি মানবপ্রাচীরের ফাঁক খুঁজে নেয় এবং গোলরক্ষককে পরাস্ত করে।
২০১৪ সাল থেকে বাঁ-পায়ে টেনডিনোসিসের সমস্যায় ভুগছেন রোনালদো । তার আগে কেরিয়ারে ১২ বছরে ৪৪ বার ফ্রি-কিক লক্ষ্যভেদ করলেও শেষ ৯ বছরে এই কাজ করতে পেরেছেন কেবল ১৪ বার। কালকে তার করা ফ্রি-কিক থেকে গোলটি ছিল তার কেরিয়ারের ৫৯তম ফ্রি-কিক গোল।
৮০ মিনিটে জাকারিয়া শামি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় আভা ।
৮৬ মিনিটে রোনালদোকে আটকাতে বক্সের বক্সের মধ্যে হ্যান্ডবল করেন আভার এক ডিফেন্ডার। নিশ্চিত পাওয়া পেনাল্টি থেকে নিজের দশম লিগ গোলটি করে ফেলতে পারতেন সিআরসেভেন। কিন্তু নিজে সেই পেনাল্টি কিক না নিয়ে তিনি বলটি তুলে দেন আর সতীর্থ অ্যান্ডারসন টেলেস্কার হাতে। কারণ ১৩ গোল করে লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার দৌড়ে রয়েছেন তার ব্রাজিলিয়ান সতীর্থ এবং মাঝে তিনি দীর্ঘদিনের জন্য মাঠে নামতে পারেননি চোটের কারণে। এই পেনাল্টি থেকে গোল করে টেলেস্কো আল নাসেরকে প্রত্যাশিত ৩ পয়েন্ট এনে দেন ।
২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্র। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।
আহাস/ক্রী/০০১