
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ । বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নেমে এসেছিল প্রতি ইনিংস ১১ ওভারে । কিন্তু তাতে যেন দুই পক্ষের আক্রমণাত্মক মেজাজ পেয়েছে বাড়তি জ্বালানী । দুই ইনিংস মিলিয়ে ছক্কাই হয়েছে ১৮টি । যার অর্ধেকের বেশী এসেছে ক্যারিবিয়ান ইনিংসে । ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতেছেও তিন উইকেটে ।
শনিবার (২৫ মার্চ) সেঞ্চুরিয়ানে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা কার্টেল ম্যাচের নির্ধারিত ১১ ওভারে সংগ্রহ করে আট উইকেটে ১৩১ রান । জবাবে তিন বল হাতে রেখে সাত উইকেটে ১৩২ রান করে জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ ।
টার্গেট তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বলে অপরাজিত ৪৫ রান করেন রভম্যান পাওয়েল । মেরেছেন পাঁচটি ছক্কা আর একটি চার । টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে নেমেই জয়ের নায়ক পাওয়েল ।
শুরুতে আট বলে দুইটি করে চার-ছক্কায় ২৩ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং । আরেক ওপেনার কাইল মেয়ার্স দুই বলে ছয় করেছেন । সেটিও ছক্কায় ।
১৪ বলে তিনটি ছক্কা মেরেছেন জনসন চার্লস । সাথে ছিল একটি বাউন্ডারি । তাঁর অবদান ২৮ রান ।
স্বাগতিকদের হয়ে সিসান্দা মাগালা নিয়েছেন তিনটি উইকেট ।
ম্যাচের শুরুতে দক্ষিণ আফ্রিকা ইনিংসেও ছিল সাত ছক্কা । ডেভিড মিলার ২২ বলে করেছেন ম্যাচের সর্বোচ্চ ৪৮ রান । তাঁর ব্যাট থেকে আসে চারটি চার আর তিনটি ছক্কা ।
১২ বলে দুই ছক্কায় ২১ রান করেছেন রিজা হেন্ডরিক্স ।
আটে নেমে মাত্র ৫ বলে ১৮ রান করেছেন মাগালা । তিনি মেরেছেন দুইটি ছক্কা ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কর্টরেল আর শেফার্ড নিয়েছেন দুইটি করে উইকেট । ম্যাচের সেরা অধিনায়ক পাওয়েল ।
আহাস/ক্রী/০০১