Download WordPress Themes, Happy Birthday Wishes

স্পেন ছেড়ে ইটালিতে যাচ্ছেন বেঞ্জেমা !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

২০০৯ সাল থেকে রিয়েল মাদ্রিদের অবিচ্ছেদ্য অংশ করিম বেঞ্জেমা । রিয়েলে খেলে নিজে হয়েছেন বিশ্বসেরাদের একজন । রিয়েলের জার্সিতে জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সকল ট্রফি । কিন্তু সেই রিয়েলের সাথেই সম্পর্কের অবসান ঘটতে চলেছে ফরাসী ফরোয়ার্ডের । সময়ের কঠিন বাস্তবতায় রিয়েল খুঁজতে শুরু করেছে বেঞ্জেমার বিকল্প ।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম জানায়, চলতি মৌসুম শেষে মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে করিম বেঞ্জেমার । ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড চলতি মৌসুমে যুদ্ধ করছেন ইনজুরির সাথে । কিন্তু মাঠে নামলে পাচ্ছেন নিয়মিত গোল । ইতোমধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ১৯ গোল হয়ে গেছে তার । যার মধ্যে লা লিগায় তার গোলের সংখ্যা ১১টি ।

এখন পর্যন্ত রিয়েলের জার্সিতে ৫৩৪ ম্যাচে ৩৪২ গোল করেছেন বেঞ্জেমা । ক্রিস্টিয়ানো রোনালদোর পর তিনিই রিয়েলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা । জিতেছেন রিয়েলের হয়ে চারটি লা লিগা , পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ , পাঁচটি ফিফা ক্লাব বিশ্বকাপ , চারটি উয়েফা সুপার কাপ , দুইটি কোপা ডেল রে আর তিনটি স্প্যানিশ সুপার কাপ । ২০২২ সালে জিতেছেন ব্যালন ডি অর , উয়েফা বর্ষসেরা আর স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ।

রিয়েলের সাথে জুনে শেষ হচ্ছে বেঞ্জেমার চুক্তি । এখনও রিয়েল মাদ্রিদ তার সাথে নতুন চুক্তি করে নি । বরং বেঞ্জেমার বিকল্প খুঁজতে শুরু করেছে । কয়েক বছর ধরেই পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে পাওয়ার জন্য হন্যে হয়ে আছে রিয়েল । এছাড়া ২০২২ সালে চেষ্টা করেছিল আর্লিং হাল্যান্ডের জন্য । তবে তাদের কাউকেই পায় নি রিয়েল ।

আগামী মৌসুমে রিয়েল মাদ্রিদ দলে ভেড়াতে চায় নতুন স্ট্রাইকার । তাদের টার্গেট হ্যারি কেইন কিংবা ন্যাপলির ভিক্টর উসিমান । এছাড়া গেটাফের ফরোয়ার্ড ইনেস উনালের দিকেও নজর আছে তাদের । ২০২০ সাল মাত্র ৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে ভিয়ারিয়েল থেকে গেটাফে ক্লাবে যোগ দেন । টানা দুই মৌসুম দলকে রক্ষা করেন রেলিগেশন ঝুঁকি থেকে । চলতি মৌসুমে ২৯ ম্যাচে ১৪ গোল করেছেন ।

তুরস্ক জাতীয় দলের হয়ে ৩৪ ম্যাচে উনালের গোলের সংখ্যা তিনটি । তাঁকে ৩৫ মিলিয়ন ইউরো খরচে কিনতে আগ্রহী রিয়েল ।

এদিকে , বেঞ্জেমার সাথে রিয়েলের চুক্তির দিকে তাকিয়ে আছে ইটালিয়ান ক্লাব রোমা । তারা পেতে চায় ফরাসী তারকাকে । ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের খবরও শোনা যাচ্ছে বেঞ্জেমার উপর ।

আহাস/ক্রী/০০৫