Download WordPress Themes, Happy Birthday Wishes

সেশেলসকে হারালো বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

২০২৩ সালের শুরুটা বাংলাদেশ জাতীয় ফুটবল দল করল জয় দিয়ে । সেশেলসকে হারিয়ে বাংলাদেশ পেয়েছে এই জয় ।

শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিশেলসকে আতিথ্য দেয় বাংলাদেশ। প্রীতি ম্যাচে প্রথমার্ধের ৪২ মিনিটে তারিক কাজির গোলে ১-০ গোলে এগিয়ে যায় টাইগাররা। শেষ পর্যন্ত আর কোন গোল হয় নি ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে এলিটা কিংসলের । তিনি দুটো ভাল সুযোগ পেয়েছিলেন । কিন্তু কাজে লাগাতে পারেন নি । প্রথমটি উড়িয়ে মেরেছেন পোস্টের উপর দিয়ে । দ্বিতীয়টি ঠেকিয়েছে প্রতিপক্ষের গোলরক্ষক ।

এলিটার অভিষেকে বাংলাদেশের ফুটবলে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস । এই প্রথম ভিনদেশী কোন ফুটবলার নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়ে খেলল । নাইজেরিয়ান এলিটা কিংসলে ২০২১ সালের মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন ।

আহাস/ক্রী/০০১১