
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
আগামী পহেলা আগস্ট অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের তৃতীয় আসর। ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে । যদিও নিলাম থেকে বাংলাদেশের কোন ক্রিকেটার দল পান নি ।
আসন্ন দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান , তাসকিন আহমেদ , লিটন দাস , সৌম্য সরকার , নাসুম আহমেদ আর আফিফ হোসেন । কিন্তু তারা থেকে গেছেন অবিক্রীত ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দ্য হান্ড্রেডের তৃতীয় আসরের নিলাম। চলতি বছরের নিলামে নাম দিয়েছিলেন বিশ্বব্যপী ৬২০ জন খেলোয়াড়। দ্য হান্ড্রেডের এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ১ লাখ ২৫ হাজার পাউন্ড। তবে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তারকা ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কেউই।
শুধু সাকিব-লিটনরা নয়, দল পাননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান,ট্রেন্ট বোল্ট, বাবর আজম, রাইলি রুশো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো টি-টোয়েন্টির বড় তারকারাও।
নারীদের দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে নাম দিয়েছিলেন জাহানারা আলম। তবে তাকে দলে টানার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি আর হ্যারিস রউফকে দলে নিয়েছে ওয়েলশ ফায়ার ।
আহাস/ক্রী/০০৭