Download WordPress Themes, Happy Birthday Wishes

লুকাকুর হ্যাট্রিকে হারলো ইব্রার সুইডেন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ম্যাচের শেষদিকে মাঠে নামলেন জ্লাতান ইব্রাহিমোভিচ।কিন্তু পারলেন না দলের জন্য কিছু করতে । দেখলেন রুমেলু লুকাকুর হ্যাট্রিকের দলের পরাজয় ।

শুক্রবার (২৪ মার্চ) ইউরো বাছাইয়ের ‘এফ’ গ্রুপের ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে হারিয়েছে সুইডেনকে । লুকাকু একাই করেছেন দলের হয়ে তিনটি গোল । কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পদত্যাগ করেছেন কোচ রবার্টো মার্টিনেজ । ইউরোপিয়ান রেড ডেভিলদের নতুন হয়ে এসেছেন ইটালিয়ান ডমিনিকো টেডেস্কো । নতুন কোচের অধীনে শুরুটা বড় জয় দিয়েই সেরেছে বেলজিয়াম ।

খেলার ৩৫ মিনিটে ডোডি লুকুবাকিওর ক্রস থেকে দারুণ হেডে প্রথম গোল করেন লুকাকু । দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান লুকাকু । এবারেও এসিস্ট কোড়েণ লূকেবাকিও ।

ফ্রেন্ডস অ্যারেনায় ৭১ মিনিটে মাঠে নামেন ইব্রা । ঘরের মাঠে স্বাগতিক দর্শকরা উল্লাসে মাতেন সুইডেনের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়কে মাঠে নামতে দেখে । যদিও দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জাতীয় দলে ফেরা ইব্রা দলের জন্য কিছু করতে পারেন নি । উল্টো ৪১ বছর বয়সী ফুটবলার দেখেছেন লুকাকুর হ্যাট্রিক ।

৮১ মিনিটে দলের আর নিজের তৃতীয় গোলটি করেন ইন্টার মিলানে ধারে খেলা লুকাকু । এই নিয়ে জাতীয় দলের জার্সিতে ৭১ গোল করলেন বেলজিয়ামের ফরোয়ার্ড ।

গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়া ৪-১ গোলে হারিয়েছে আজারবাইজানকে ।

আহাস/ক্রী/০০৬