Download WordPress Themes, Happy Birthday Wishes

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

কাতার বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চ করিয়ে যে বড় ভুল করেছিলেন ফার্নান্দো স্যান্তস , তা প্রমাণের দায়িত্বে নেমেছেন আধুনিক ফুটবল সম্রাট । নতুন কোচ রবার্টো মার্টিনেজের আস্থার প্রতিদান তিনি টানা দুই ম্যাচে জোড়া গোল করে দিয়েছেন । তাতে ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের টানা দুই ম্যাচেই সহজ জয় তুলে নিয়েছে পর্তুগাল ।

রবিবার (২৬ মার্চ) লুক্সেমবার্গ স্টেডিয়ামে খেলতে নামে পর্তুগাল । ম্যাচটি ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে ।

বরাবর লুক্সেমবার্গ রোনালদোর প্রিয় প্রতিপক্ষ । ইতোপূর্বে দলটির বিরুদ্ধে করেছিলেন ৯ গোল । ২০২৩ সালের প্রথম দেখায় লুক্সেমবার্গের বিপক্ষে নিজের গোলের সংখ্যা ১১ করে নিয়েছেন সিআর-সেভেন । ম্যাচের ৯ আর ৩১ মিনিটে গোল দুটি করেন তিনি ।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১২২টি । যা বিশ্বের সর্বোচ্চ । কাতার বিশ্বকাপের পর রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকে । কিন্তু টানা দুই ম্যাচে জোড়া গোল করা রোনালদো দিলেন মোক্ষম জবাব ।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচটিতে পর্তুগালের অন্য তিন গোলদাতা জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিও ও রাফায়েল লিয়াও । ম্যাচের শেষদিকে লিয়াও স্পট কিক মিস না করলে ব্যবধান আরও বাড়ত ।

আহাস/ক্রী/০০৮