Download WordPress Themes, Happy Birthday Wishes

বিশ্বরেকর্ড গড়ে জিতলো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

টি-টুয়েন্টি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে হল ৫১৭ রান । দুই ইনিংসে দুইটি সেঞ্চুরি । আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান তাড়ায় বিশ্বরেকর্ড গড়ে জিতলো দক্ষিণ আফ্রিকা । তাতে তিন ম্যাচের সিরিজে এসেছে ১-১ সমতা ।

রবিবার (২৬ মার্চ) সেঞ্চুরিয়ানে রান বন্যার ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৫ উইকেটে ২৫৮ রান । জবাবে ৭ বল আর ৬ উইকেট হাতে রেখে ২৫৯ রান তুলে অবিশ্বাস্য জয় পায় দক্ষিণ আফ্রিকা । আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি রান তাড়ায় বিশ্ব রেকর্ড।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৪৬ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল বুলগেরিয়ার, গত বছর সার্বিয়ার বিপক্ষে। তবে পূর্ণ সদস্য দেশ হিসেবে এই রেকর্ডের মালিক ছিল অস্ট্রেলিয়া। ২০১৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৪৫ রান করে জিতেছিল অজিরা। সেঞ্চুরিয়নে তা ছাপিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড হয়েছে । এছাড়া দুই দল মেরেছে ৩৫ ছক্কা । এটাই টি-টুয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের এক ম্যাচে সবচেয়ে বেশী ছক্কার রেকর্ড । গত বছর বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচের ৩৩ ছক্কা ছিল আগের সর্বোচ্চ।

বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক কুইন্টক ডি কক আর রিজা হেন্ডরিক্স ৬৫ বলেই গড়েন ১৫২ রানের জুটি ।পাওয়ার প্লের মধ্যে ১০২ রান তুলে ফেলা প্রোটিয়াদের রান ১০ ওভারে শেষে দাঁড়ায় বিনা উইকেটে ১৪৯-এ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের প্রথম দশ ওভারে এটিই সর্বোচ্চ রান।

মাত্র ৪৪ বলে ৮টি চার আর ৯টি ছক্কায় ১০০ রান করে সাজঘরে ফেরেন ডি কক । ৪৩ বলে সেঞ্চুরি পূরণ করেন ডি কক । যা দক্ষিণ আফ্রিকানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম । ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড আছে ডেভিড মিলারের ।

২৮ বলে ৬৮ রান করেছেন হেন্ডরিক্স । তিনি মেরেছেন ১১টি চার আর ২টি ছক্কা । রিলে রুশো মাত্র ৪ বলের মোকাবেলায় দুটি ছক্কা আর একটি চারে ১৬ রান করেছেন । ১০ বলে একটি চারে ১০ রান করেন মিলার ।

বাকী কাজ সমাধা করেন অধিনায়ক এইডেন মার্করাম আর হেনরিচ ক্লাইসেন । ২১ বলে চারটি চার আর একটি ছক্কায় ৩৮ রান করে অপরাজিত ছিলেন মার্করাম । ক্লাইসেনের অবদান ১৬ রান । তার ৭ বলের ইনিংসে ছিল চারটি চার ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোল্ডার , স্মিথ , রেইফার আর পাওয়েল নিয়েছেন একটি করে উইকেট ।

এদিকে , ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন জনসন চার্লস । তিনি করেছেন ৪৬ বলে ১১৮ রান । তার ব্যাট থেকে আসে ১০টি চার আর ১১টি ছক্কা ।

ইনিংসের তৃতীয় বলে ব্র্যান্ডন কিংকে ফেরান ওয়েন পার্নেল। তারপর বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ান চার্লস, সঙ্গ দেন কাইল মায়ার্স। দুজনের জুটিতে ১০ ওভারে রান ১ উইকেটে ১৩৭। এই জুটি ভাঙে ১৩৫ রানে।

১১তম ওভারে মায়ার্স ও নিকোলাস পুরানকে ফেরান মার্কো জানসেন। তাতে এতটুকুও ছন্দ হারায়নি উইন্ডিজ। ২৩ বলে হাফ সেঞ্চুরি করা চার্লস আর ১৬ বল খেলে প্রথম সেঞ্চুরির দেখা পান। ৩৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে তিনি মারেন ৯টি করে চার ও ছয়।

১৬তম ওভারে দুইশর ঘরে পৌঁছায় উইন্ডিজ। অবশ্য তার আগেই চার্লস প্যাভিলিয়নে ফেরেন।

এরপর রোমারিও শেফার্ড ঝড় তোলেন, তার সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে ফিরে যান অধিনায়ক রভম্যান পাওয়েল। ১৯ বলে ২৮ রান করেন তিনি। শেফার্ড ১৮ বলে ১ চার ও ৪ ছয়ে ৪১ রানে অপরাজিত ছিলেন। ওডিন স্মিথ খেলেন ৫ বলে ১১ রানের হার না মানা ইনিংস।

য়েস্ট ইন্ডিজের ইনিংসে মোট ছক্কা হয়েছে ২২টি। যার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ব্যাটসম্যানরাও সমান সংখ্যক ছয় মেরেছিলেন। কিন্তু সমস্ত রেকর্ড ভেস্তে গেছে প্রোটিয়াদের বিশ্বরেকর্ডে ।

আহাস/ক্রী/০০১