Download WordPress Themes, Happy Birthday Wishes

পাকিস্তানকে উড়িয়ে দিল আফগানরা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আফগানিস্তানের বিপক্ষে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার মাশুল দিল পাকিস্তান । অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রামে রেখে তারা যে সাহস দেখিয়েছে , আফগানদের বিরুদ্ধে সেটা বুমেরাং হয়েছে । তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আফগানদের কাছে পাকিস্তান হেরেছে ৬ উইকেটের ব্যবধানে । বলা যায় , আফগানদের হাল্কাভাবে নেয়ার ফল হাতেনাতে পেয়েছে পাকিস্তানীরা ।

শুক্রবার (২৪ মার্চ) শুরু হয়েছে আফগান আর পাকিস্তানের তিন ম্যাচের সিরিজ । এই সিরিজে পাকিস্তান দলে নেই নিয়মিত অধিনায়ক বাবর আজম , ইনফর্ম মোহাম্মদ নেওয়াজ , শাহিন শাহ আফ্রিদির মতো তারকা । এছাড়া বাইরে রাখা হয়েছে ফখর জামান আর হ্যারিস রউফের মতো পরীক্ষিত ক্রিকেটারদের । সদ্য সমাপ্ত পাকিস্তান প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে সুযোগ পেয়েছেন তায়েব তাহির, জামান খান, ইহসানউল্লাহ, আজম খান ও সাইম আইয়ুবের মতো তরুণরা। কিন্তু পিএসএল আর আন্তর্জাতিক ক্রিকেট যে এক না , সেটা প্রমাণ করেছে আফগানিস্তান ।

আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছে চার পাকিস্তানী আজম খান , আইম আইয়ুব , তায়েব তাহির আর ইহসানুল্লাহর । কিন্তু বল হাতে ইহসানুল্লাহ ছাড়া বাকীরা ছিলেন ব্যর্থ । ইহসানুল্লাহ নিজের অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছেন । ৩.৫ ওভারে ১৭ রানে দুই উইকেট নিয়ে তিনিই ছিলেন সেরা পাকিস্তানী বোলার । কিন্তু পাকিস্তানের পরাজয়ে তাঁর কৃতিত্ব ঢাকা পড়ে গেছে ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করা পাকিস্তান পুরো ২০ ওভার খেলেও ৯ উইকেটে ৯২ রানের বেশী করতে পারে নি । এটি টি-টুয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের পঞ্চম সর্বনিম্ন সংগ্রহ । আর আফগানদের বিপক্ষে সবচেয়ে কম ।

পাকিস্তানের ইনিংসে সাত ব্যাটার দুই অংকের রানের দেখা পান নি । সবচেয়ে বেশী ১৮ রান এসেছে ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে । আফগানদের হয়ে ফজল হক , মুজিব আর নবী নিয়েছেন দুইটি করে উইকেট । অধিনায়ক রাশিদ খান , আজমুতুল্লাহ আর নাভিন পেয়েছেন একটি করে উইকেট ।

জবাবে ৪৫ রানে চার উইকেট হারালেও আফগানদের পথ দেখান মোহাম্মদ নবী আর নাজুবিল্লাহ জারদান । মোহাম্মদ নবী অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেছেন । তাঁর ৩৮ বলের ইনিংসে ছিল তিনটি চার আর একটি ছকা ।

নাইবুল্লাহ করেছেন অপরাজিত ১৭ রান । তাতেই ১৩ বল হাতে রেখে আফগানরা পেয়ে যায় পাকিস্তানের বিপক্ষে ইতিহাসের প্রথম জয়ের দেখা ।

আহাস/ক্রী/০০২