Download WordPress Themes, Happy Birthday Wishes

পাঁচদিনের ব্যবধানে হাল্যান্ডের আরও একটি হ্যাট্রিক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বার্নলেকে উড়িয়ে দিয়ে ইংলিশ এফএ কাপের সেমি ফাইনালে নাম লিখিয়েছে ম্যানচেস্টার সিটি । ম্যাচে দুর্দান্ত এক হ্যাট্রিক তুলে নিয়েছেন গোল-ম্যাশিন আর্লিং হাল্যান্ড ।

শনিবার (১৮ মার্চ) এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি খেলতে নামে বার্নলের বিপক্ষে । ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি ম্যাচ জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে । উঠেছে টানা পঞ্চম এফএ কাপ সেমি ফাইনালে ।

মাত্র পাঁচদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি লেইপজিগের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন হাল্যান্ড । নরওয়েজিয়ান ফরোয়ার্ড বার্নলের বিপক্ষে তুলে নিয়েছেন মৌসুমে নিজের ষষ্ঠ হ্যাট্রিক । চলতি মৌসুমে সব মিলিয়ে তাঁর গোলের সংখ্যা ৪২টি । প্রিমিয়ার লীগ যুগে ইংল্যান্ডের কোন ক্লাবের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশী গোলের রেকর্ড মোহাম্মদ সালাহ আর রুড ভ্যান নেস্টলরয়ের । তারা করেছিলেন ৪৪টি করে গোল । ২০০২-০৩ মৌসুমে ম্যান ইউর হয়ে ডাচ ফরোয়ার্ড এবং ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের মিশরিয় সালাহ করেছিলেন ৪৪টি গোল । সেই রেকর্ড জে হাল্যান্ড ভাঙবেন এবং প্রথম ইংলিশ ক্লাব ফুটবলার হিসেবে মৌসুমে ৫০ গোলের সীমা ছাড়াবেন , সেটা অনেকটা নিশ্চিত ।

খেলার ৩২ , ৩৫ আর ৫৯ মিনিটে তিন গোলে হ্যাট্রিক পূরণ করেন হাল্যান্ড । বাকী তিন গোলের মধ্যে দুটি করেন হুলিয়ান আলভারেজ আর একটি পালমার ।

আহাস/ক্রী/০০২