Download WordPress Themes, Happy Birthday Wishes

ইউরো ২০২৪ আসরে পর্তুগালের অধিনায়ক রোনালদো

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো । আর ফেরাটা হচ্ছে রাজার বেশেই । তিনি উয়েফা ইউরো ২০২৪ আসরের বাছাই পর্বে নেতৃত্ব দেবেন পর্তুগালের ।

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ঘানার বিপক্ষে ম্যাচের সেরা হয়েছিলেন রোনালদো । গড়েছিলেন টানা পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড । কিন্তু নক আউট পর্বে রোনালদোকে বেঞ্চ করেন কোচ ফার্নান্দো স্যান্তস । সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদোর বদলে শুরু একাদশে নেমে চমক দেখান গঞ্চালো র‍্যামস । হ্যাট্রিক করেন ম্যাচে । তাই পরের ম্যাচেও রোনালদোকে বসিয়ে রেখেছে গঞ্চালো র‍্যামসকে নামান স্যান্তস । যদিও তাতে আর কাজ হয় নি । মরক্কোর বিপক্ষে ০-১ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল কোয়ার্টার ফাইনাল থেকেই ।

পর্তুগালের বিদায়ের পর স্যান্তস সমালোচিত হন রোনালদোর মতো বিশ্বসেরা তারকাকে রিজার্ভ বেঞ্চে রেখে ‘জুয়া’ খেলার । চাকুরীও হারান । শেষ পর্যন্ত পর্তুগালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছে রবার্টো মার্টিনেজ । যিনি দীর্ঘদিন বেলজিয়াম জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন ।

পর্তুগালের কোচ হিসেবে মার্টিনেজের প্রথম মিশন ইউরো ২০২৪ সালের বাছাই । আগামী ২৪ মার্চ পর্তুগাল বাছাই পর্বে তাদের প্রথম ম্যাচ খেলবে লিচেনস্টেইনের বিপক্ষে । ২৭ মার্চ তাদের প্রতিপক্ষ লুক্সেমবার্গ । আসরের ‘জে’ গ্রুপে পর্তুগালের আরও সঙ্গী বসনিয়া-হার্জেগোভেনিয়া , আইসল্যান্ড, স্লোভাকিয়া ।

আসন্ন বাছাইয়ের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন মার্টিনেজ । স্কোয়াডে তিনি শুধু রোনালদোকে যুক্ত করেন নি । বহাল রেখেছেন অধিনায়ক হিসেবেও । এই নিয়ে মার্টিনেজ জানান , ‘ রোনালদোকে উপেক্ষা করার সুযোগ নেই । সে জাতীয় দলের জন্য প্রতিজ্ঞাবদ্ধ । রোনালদো জে কোন দলের সম্পদ । তাঁর বয়স নিয়ে আমি ভাবছি না । আমার দেখার বিষয় রোনালদোর পারফর্মেন্স । সে এখনও মাঠে নিজের সেরাটা দিতে সক্ষম । তাঁর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে । ‘

৩৮ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি আরবের আল নাসের ক্লাবে খেলছেন । সৌদি লিগে করেছেন আট গোল ।

আহাস/ক্রী/০০২