Download WordPress Themes, Happy Birthday Wishes

ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়ে কেইনের ৫৫তম লক্ষ্যভেদ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

উয়েফা ইউরো ২০২৪ সালের বাছাই পর্বে দারুণ শুরু করেছে ইংল্যান্ড । গেলো আসরের রানার্স আপরা প্রথম ম্যাচেই হারিয়েছে ইটালিকে । তুলনায় দ্বিতীয় ম্যাচে সহজ প্রতিপক্ষ ইউক্রেইনও আটকাতে পারে নি থ্রি লায়ন্সদের ।

রবিবার (২৬ মার্চ) লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড আর ইউক্রেইন । ম্যাচটি ইংল্যান্ড জিতেছে ২-০ গোলের পরিস্কার ব্যবধানে ।

আগের ম্যাচে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া হ্যারি কেইনকে আটকাতে পারে নি ইউক্রেইন । গোল করেছেন বুকায়ো সাকাও । তাতেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড ।

ম্যাচের প্রথম থেকেই ইউক্রেনের উপর চড়াও হয় ইংলিশরা। ম্যাচের ৩৭ মিনিটেই কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।সাকার ক্রস ডি-বক্সে গেলে তা ক্লিয়ার করতে ব্যর্থ হয় ইউক্রেনের ডিফেন্ডার। সে বল পেয়ে গোল করেন কেইন।

ইংল্যান্ডের জার্সিতে কেইনের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি । ইটালির বিপক্ষে কেইন ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে (৫৪) ওয়েইন রুনিকে (৫৩) ছাপিয়ে গিয়েছিলেন।

প্রথম গোলের তিন মিনিট পর অর্থাৎ ম্যাচের ৪০ মিনিটে আবারও গোল পায় ইংল্যান্ড। হেন্ডারসনের পাস থেকে জোরালো শটে গোল করেন সাকা। ইউক্রেনের গোলরক্ষক চেষ্টা করেও আটকাতে পারেননি সাকার শট।

দ্বিতীয়ার্ধে ইউক্রেনের উপর আরও চাপ বাড়ায় ইংল্যান্ড। তবে গোল করতে পারেনি তারা। পুরো ম্যাচে ইংল্যান্ডের ১৮ শটের বিপরীতে মাত্র তিনটি শট নিতে পেরেছে ইউক্রেনের ফুটবলাররা। যার মধ্যে একটি শটও অন টার্গেট রাখতে পারেনি তারা।

আহাস/ক্রী/০০৬