Download WordPress Themes, Happy Birthday Wishes

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ় হেরে শীর্ষস্থান হারাল ভারত

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

অস্ট্রেলিয়ার সাথে একদিনের সিরিজে পারে নি ভারত । হেরেছে ২-১ ব্যবধানে । স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে ২১ রানের ব্যবধানে । তাতে শুধু সিরিজ হারার বেদনা সইতে হয় নি ভারতকে , সাথে যোগ হয়েছে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারাবার কষ্ট । ভারতকে হারিয়ে উল্টো র‍্যাংকিং শীর্ষে উঠে এসেছে অজিরা ।

বুধবার (২২ মার্চ) চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ২৬৯ রানে অল আউট হয়ে যায় । জবাবে ৪৯.১ ওভার খেলা ভারতের ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে । এই হারের ফলে চার বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারের তেতো স্বাদ পেল ভারত। এর আগে সবশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-২-এ হেরেছিল তারা ।

টার্গেট তাড়ায় ভারতকে ৫৫ বলে ৬৫ রানের দারুণ জুটি গড়ে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিল । অধিনায়ক শর্মা করেন ১৭ বলে দুইটি করে চার-ছক্কায় ৩০ রান । দলকে জেতাতে না পারলেও ভারতের অষ্টম ব্যাটার হিসাবে এশিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় দলের অধিনায়ক। সচিন, সৌরভ, কোহলি ছাড়াও রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিংহ ধোনি, বীরেন্দ্র সহবাগের এই নজির রয়েছে।

বুধবারের ম্যাচের পর এশিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের মোট রান হল ১০,০২৬। এশিয়ার মাটিতে ২৪৭টি ম্যাচ খেলেছেন ৩৫ বছরের ব্যাটার। ২৪৩টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ৯৮২৪ রান। তাঁর ঝুলিতে রয়েছে ৩০টি শতরান এবং ৪৮টি অর্ধশতরানের ইনিংস।

আরেক ওপেনার গিল ৪৯ বলে চারটি চার আর একটি ছক্কায় করেছেন ৩৭ রান । ভারতীয় ইনিংসে সবচেয়ে বেশী ৫৪ রান করেন বিরাট কোহলি । তিনি খেলেছেন ৭২ রান । মেরেছেন দুইটি চার আর একটি ছক্কা ।

চেন্নাইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুটাও খুব ভাল করেছিলেন দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দ্রুত রান করছিলেন তাঁরা। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল মার্শকে। বিশাখাপত্তনমে তিনি যেখানে শেষ করেছিলেন চেন্নাইয়ে সেখান থেকেই শুরু করেছিলেন।

ভারতকে খেলায় ফেরালেন হার্দিক। বল করতে এসে প্রথম ওভারেই তাঁর বলে হেডের ক্যাচ ফেলেন শুভমন গিল। কিন্তু সেই ওভারেই ৩৩ রানের মাথায় হেডকে আউট করেন হার্দিক। পরের ওভারে তিনি ফেরান অসি অধিনায়ক স্টিভ স্মিথকে। নিজের তৃতীয় ওভারে ভয়ঙ্কর দেখানো মার্শকে আউট করে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেন হার্দিক। মার্শ ৪৭ রান করে আউট হন।

৩ উইকেট পড়ার পরে জুটি বাঁধার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার ও মার্নাশ লাবুশেন। ওয়ার্নার ২৩ ও লাবুশেন ২৮ রান করেন। অ্যালেক্স ক্যারেও ৩৮ রান করে আউট হন। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল। হার্দিকের পরে বল হাতে চমক দেন কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে ফেরান তিনি। শেষ দিকে শন অ্যাবট ২৬ রান করেন। ৪৯ ওভারে ২৬৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

ভারতীয় বোলারদের মধ্যে হার্দিক ও কুলদীপ ৩টি করে উইকেট নেন। মোহম্মদ সিরাজ় ও অক্ষর পটেল নেন ২টি করে উইকেট।

আহাস/ক্রী/০০১