
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
নাজমুল আখন্দ । বাংলাদেশের তরুণ ফুটবলার । খেলেন ডিফেন্ডার পজিশনে । বর্তমান দল ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব । যদিও আপাতত মোহামেডান থেকে ছুটি নিয়ে উড়াল দিচ্ছেন ব্রাজিলে ।
ফুটবলের জনপ্রিয় দেশগুলোর একটি ব্রাজিল । বিশেষ করে ব্রাজিলের জোগো বোনিতো বা সাম্বা ফুটবলের ভক্ত সারা বিশ্ব জুড়ে । বাংলাদেশেও ব্রাজিলের ফুটবল ভক্তের অভাব নেই । এই দেশে ব্রাজিলের ফুটবলারদের আনাগোনাও কম না । চলতি ২০২২-২৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলেও খেলছেন ব্রাজিলের ডরিয়েলটন গোমেজ আর রাফায়েল আগুস্তোরা । তবে বাংলাদেশ থেকে ব্রাজিলের কোন ক্লাবে খেলার সুযোগ হয় নি কোন ফুটবলারের । তবে নাজমুলের সামনে এসেছে তেমন একটি সুযোগ । তিনি ডাক পেয়েছেন ব্রাজিলের তৃতীয় বিভাগের ক্লাব সালতো এফসিতে ট্রায়াল দেয়ার ।
নাজমুল আগেও ব্রাজিলে গিয়েছেন । তবে খেলতে নয় । ২০১৯ সালে প্রথমবার সরকারি উদ্যোগে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণে গিয়েছিলেন নাজমুল আখন্দ।
শুধু ট্রায়াল নয় , শুরুতে সালতো ক্লাবের অনূর্ধ্ব-২১ দলের হয়ে সেখানে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল নাজমুলের। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় ওই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। তবে এখন গিয়ে ক্লাবটির মূল দলের সঙ্গে ট্রায়াল দেবেন তিনি।
জানা গেছে , সালতো ক্লাবের ট্রায়ালে টিকতে পারলে চুক্তিও হয়ে যাবে নাজমুলের সাথে । সেই ক্ষেত্রে নাজমুল হবেন ব্রাজিলে খেলা প্রথম কোন বাংলাদেশী ফুটবলার । এরই মধ্যে ব্রাজিলের ভিসা পেয়ে গেছেন নাজমুল। আগামী কয়েক দিনের মধ্যেই ঢাকা ছাড়বেন তিনি।
ব্রাজিলের ভিসা পাওয়ার পর নাজমুল বলেন,’ অনেকদিন অপেক্ষার পর ভিসা পেলাম। খুব ভালো লাগছে। ব্রাজিলে গিয়ে সুযোগ কাজে লাগাতে চাই। মোহামেডান থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করি কয়েকদিন মধ্যেই যেতে পারব। ‘
নাজমুল জানিয়েছেন , ২০২০-২১ মৌসুমে আরামবাগের কোচ হয়ে এসেছিলেন ব্রাজিলিয়ান ডগলাস সিলভা সান্তোস। এই কোচের মাধ্যমেই সালতো এফসিতে ট্রায়ালের সুযোগ পেয়েছেন তিনি। ডগলাসের অধীনেই ওই মৌসুমে আরামবাগে খেলেছিলেন নাজমুল।
আহাস/ক্রী/০০৫