
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
কাতার বিশ্বকাপে ইতিহাস গড়েছে মরক্কো । আফ্রিকার প্রথম দেশ হিসেবে খেলেছে ফিফা বিশ্বকাপ মঞ্চের সেমি ফাইনালে । লড়াকু আর উদ্দীপ্ত খেলা উপহার দিয়ে মরক্কো কেড়েছে কোটি কোটি ভক্তের মনোযোগ । আর মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি জায়গা করে করে নিয়েছেন ফুটবল ভক্তদের হৃদয়ে ।
কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে মায়ের প্রতি ভালবাসার অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেন হাকিমি । ২৭ নভেম্বর বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয় পায় মরক্কো । পুরো ম্যাচ আল থুমামা স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেন হাকিমির মা সাইদা মু।ম্যাচ শেষে আশরাফ হাকিমি ছুটে যান মায়ের কাছে । বিজয়ী ছেলে হাকিমিকে চুমোয় চুমোয় ভরিয়ে দেন মা সাইদা । হাকিমি চুমু খান মায়ের কপালে । সন্তান আর মায়ের ভালবাসার এই দৃশ্য পৃথিবীর সুন্দরতম দৃশ্য । এই দৃশ্য মন ভরে উপভোগ করেছেন সারা বিশ্বের টিভি দর্শকরা । পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল হয়ে যায় ।
মরক্কোর সাফল্য আর মা-ছেলের ভালবাসার দৃশ্যে মুগ্ধ মানুষের আগ্রহ বাড়ে সাইদা আর হাকিমির প্রতি । জানা যায় তাদের জীবন-সংগ্রামের অভাবিত কাহিনী । স্পেনে জন্ম নেয়া হাকিমিদের মানুষ করতে বাসায় বাসায় পরিচারিকার কাজ করেছেন মা সাইদা । বাবা ছিলেন ফেরিওয়ালা । কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়া হাকিমি ভুলে যান নি নিজের অতীত । রিয়েল মাদ্রিদ , ইন্টার মিলান , বুরুশিয়া হয়ে তিনি এখন পিএসজির ফুটবলার । রোজগার নেহায়েত কম না । কিন্তু বাবা-মায়ের সংগ্রামের কথা প্রতি মুহূর্তে স্মরণ করেন । নিজেই জানিয়েছেন , ‘ আমার মা ঘর পরিষ্কার করতেন। বাবা ছিলেন রাস্তায় ভাসমান বিক্রেতা। আমরা একটি সাধারণ পরিবার থেকে এসেছি। যারা জীবিকার জন্য সংগ্রাম করেছিল। আজ আমি প্রতিদিন তাঁদের জন্য লড়াই করি। তাঁরা আমার জন্য নিজেদের উৎসর্গ করেছেন। ‘
সেই আশরাফ হাকিমি নির্বাচিত হয়েছেন আরব-আফ্রিকার বর্ষসেরা ক্রীড়াবিদ । সৌদি আরবের রিয়াদে ‘জয় অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা আরব ক্রীড়াবিদের পুরস্কার তিনি মাকে উৎসর্গ করেছেন। পুরস্কারের জন্য ডাকা হলে হাকিমি মাকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। ট্রফি হাতে নিয়েই তা তুলে দেন মায়ের হাতে। অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মায়ের সঙ্গে এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি। আমি গর্বিত। সে সঙ্গে আমার ক্লাব পিএসজি ও আমার দেশ মরক্কোকে ধন্যবাদ দিতে চাই। সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞ আমি।’
পুরস্কার অনুষ্ঠানে আশরাফ হাকিমির মা সাইদার উপস্থিতি আর মঞ্চে আরোহণ সবার মন আপ্লুত করেছে ।
আহাস/ক্রী/০০৭