Download WordPress Themes, Happy Birthday Wishes

বাংলাদেশী ব্যাটারদের দুর্বলতা সবাই জানে

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলমান বিপিএলে ব্যবহৃত এডিআরএসের গ্রহণযোগ্যতা ও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। শাস্তিও পেয়েছেন । জরিমানার সাথে তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট । যদিও তার দল কুমিল্লা খারাপ করছে না ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি আসরে । ছয় ম্যাচের তিনটিতে জয় নিয়ে সালাউদ্দিনের কুমিল্লা আছে পয়েন্ট টেবিলের তিনে ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) কুমিল্লা ৩৩ রানে হারিয়েছে ঢাকা ডমিনেটর্সকে । চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কুমিল্লার হয়ে ২৪ বলে ৬৪ রান করেছেন খুশদিল সিং । ঢাকার হয়ে নাসির হোসেন খেলেছেন ৪৫ বলে ৬৬ রানের ইনিংস ।

পাকিস্তানের ক্রিকেটে খুশদিল আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত । কিন্তু কুমিল্লায় প্রথম দুই ম্যাচে বল হাতেই ছিলেন সাবলীল । কিন্তু নিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে চেনা ছন্দে খুশদিল । এই নিয়ে কুমিল্লা কোচ সালাউদ্দিন জানিয়েছেন , ‘ খুশদিল সম্পর্কে আমার ভুল ধারণা ছিল । যে কারণে প্রথম দুই ম্যাচে তাঁকে ভুল পজিশনেই খেলিয়েছি । তবে প্রমোশন পেয়েই নিজেকে প্রমাণ করেছে সে । ‘

আন্তর্জাতিক ক্রিকেটে চার-পাঁচে ব্যাট করেন খুশদিল । তবে কুমিল্লায় তাঁকে প্রথম ম্যাচে আটে ব্যাট করতে পাঠানো হয় । ১ রানের বেশী করতে পারে নি খুশদিল । পরের ম্যাচে ব্যাটিং করার সুযোগ পান নি । কিন্তু চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচেই পাঁচে নেমে ৪ ছক্কায় ২৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন । আর ঢাকার বিপক্ষে তো আফগান বাঁহাতি স্পিনার আমির হামজা হোতাকের এক ওভারে মারেন টানা তিন ছক্কার সঙ্গে আরও দুটি চার।

সালাউদ্দিন জানান , ‘ আমি খুশদিলের খেলা খুব বেশী দেখিনি । তার সম্পর্কে বেশী জানিও না । তাই ভুল করেছিলাম । ‘

এদিকে , বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সালাউদ্দিন । কোনো কোনো ব্যাটসম্যানের দুর্বলতা সাধারণ দর্শকও জানেন বলে মন্তব্য করেছেন তিনি।
এবারের বিপিএলের শুরু থেকেই উইকেটের প্রশংসা হচ্ছে। সাধারণত শুধু চট্টগ্রামে রানের দেখা মিললেও মিরপুরেও ছিল ব্যাটিং সহায়ক উইকেট। এমন উইকেটে স্থানীয় ব্যাটসম্যানদের থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করেন সালাউদ্দিন।

তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের কাছে আমি আরেকটু ভালো কিছু আশা করি। বিশেষ করে আমাদের স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে। বিশেষ করে ব্যাটিংটা আশা করতেই পারি, কারণ এ বছর উইকেটটা অনেক ভালো। ‘

এরপর ক্ষোভ ঝেড়ে সালাউদ্দিন বলেন, ‘শুধু আমি একা না। আমার বাইরে যারা খেলা দেখে, যারা ওই চায়ের দোকানে খেলা দেখে, তারাও জানে যে এই (দুর্বল) ব্যাটার এলে কাকে দিয়ে বল করাবে। তার মানে আপনার কিছু অভাব আছে।’

সব মিলিয়ে স্থানীয় ব্যাটসম্যানদের মান কমেছে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি আরো বলেন, ‘দেখুন, আমার কাছে মনে হয় শট খেলার সীমাবদ্ধতা এখনো আমাদের আছে, এটার পরিধিটা আরো বাড়াতে হবে।’

দেশসেরা এই কোচ আরো যোগ করেন, ‘তাদের একটা ভালো গাইডের মধ্যে থাকতে হবে। এই যেমন সৌম্য হয়তো সময় একটু বেশি নেয়, তার কিছু টেকনিকে সমস্যা আছে। এগুলো যদি সে ভালোভাবে ঠিক করতে পারে, আমার মনে হয় তার পক্ষে ফিরে আসা সম্ভব।’

আহাস/ক্রী/০০৪