
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
মাত্র ১৬ বছর বয়স জুলিয়েন ডুরানভিলের । ইতোমধ্যেই নজর কেড়েছেন ইউরোপের বড় বড় ক্লাবের । তবে শেষ পর্যন্ত তাঁকে দলে ভিড়িয়েছে জার্মানির অন্যতম সেরা ক্লাব বুরুশিয়া ডর্টমুণ্ড ।
২০০৬ সালের ৫ মে জন্ম নেয়া ডুরান খেলেন উইঙ্গার পজিশনে । স্ট্রাইকার হিসেবেও সমান দক্ষ । বেলজিয়ামের আগামী দিনের বড় তারকা হিসেবে তাঁকে গণ্য করা হচ্ছে । খেলেন বেলজিয়ামের সেরা ক্লাব এন্ডারলেখটে । একই ক্লাবের বয়সভিত্তিক দল থেকে তার উঠে আসা । ২০২১ সালে অভিষেক হয়েছে পেশাদার ক্যারিয়ারের । আর এক বছরের মাথায় তাঁকে কিনে নিচ্ছে বুরুশিয়ার মতো বড় ক্লাব ।
‘লে ইকুইপে’ পত্রিকা জানিয়েছে , বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বুরুশিয়ায় মেডিক্যাল পরীক্ষা হবে ডুরানের । বুরুশিয়াকে ডুরানের জন্য ৮.৫ মিলিয়ন ইউরো ট্র্যান্সফার ফি গুনতে হচ্ছে । সাথে তিন মিলিয়ন ইউরো বোনাসের শর্ত থাকছে পারফর্মেন্সের ভিত্তিতে ।
এন্ডারলেখটের সিনিয়র দলের হয়ে ১১ ম্যাচ খেলেছেন ডুরান । গত সেপ্টেম্বরে করেন গোল । গড়েন বেলজিয়াম পেশাদার লীগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড । বেলজিয়ামের বয়সভিত্তিক দলে ১২ ম্যাচ খেলে ২ গোল করেছেন ডুরান ।
আহাস/ক্রী/০০৮