Download WordPress Themes, Happy Birthday Wishes

বিশ্বকাপে ‘চমক’ দেয়া মরক্কোর পুরনো অভ্যাস

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

কাতার বিশ্বকাপে অঘটন এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । সর্বশেষ মরক্কোর বিপক্ষে ফিফা র‍্যাংকিংয়ের দুইয়ে থাকা বেলজিয়াম হেরে গেছে । যেখানে মরক্কোর র‍্যাংকিং ২২ ।

রবিবার (২৭ নভেম্বর) দোহার আল থুর্মামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মরক্কো ২-০ গোলে হারিয়েছে বেলজিয়ামকে । প্রথম ম্যাচে ক্যানাডার বিপক্ষে জয় পাওয়া বেলজিয়াম জিতলেই উঠে যেতো নক আউট পর্বে । উল্টো জয় পাওয়ার মরক্কো এখন চার পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে । প্রথম ম্যাচে গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে গোলশূন্যভাবে রুখে দিয়েছিল মরক্কো ।

বিশ্বকাপে ক্যামেরুন , নাইজেরিয়া , ঘানা কিংবা সেনেগালের মতো কোয়ার্টার ফাইনালে কখনও ওঠা হয় নি মরক্কোর । কিন্তু ফুটবলের সর্বোচ্চ আসরে তারাই আফ্রিকার পথিকৃৎ । প্রথম আফ্রো-আরব দেশ হিসেবে ১৯৭০ সালে তারাই বিশ্বকাপ খেলেছে । ১৯৮৬ সালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারাই উঠেছিল নক আউট পর্বে ।

আবার বিশ্বকাপে ১৯৮৬ সালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইউরোপিয়ান দলের বিপক্ষে জয়ের রেকর্ড তাদের । সেবার ইংল্যান্ডের বিপক্ষে ড্র করার পর তারা হারিয়েছিল পর্তুগালকে । এবারেও ক্রোয়েশিয়ার সাথে প্রথম ড্র । আর দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে জয়ের দেখা পেলো তারা । তাহলে কি ১৯৮৬ সালের পর আবার মরক্কো উঠে যাচ্ছে নক আউট পর্বে ? সম্ভাবনা তো থাকছেই । শেষ ম্যাচে ক্যানাডার বিপক্ষে জিতলে তাদের পথ খুলবে পরের রাউন্ডে যাওয়ার ।

মরক্কো বিশ্বকাপে আফ্রিকান দেশের মধ্যে প্রথম ইউরোপিয়ান বধের রেকর্ডের অধিকারী হলেও শেষবার তারা জিতেছিল ১৯৯৮ সালে । সেবারেও তারা হারিয়েছিল ইউরোপের স্কটল্যান্ডকে । সেই ঘটনার পুরো দুই যুগ পর আবারও জয়ের দেখা পেয়েছে আফ্রিকান দেশটি ।

আহাস/ক্রী/০০৫