Download WordPress Themes, Happy Birthday Wishes

সৌদি ফুটবলারের মৃত্যু – গুজব নাকি সত্যি ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব । সারা বিশ্বকে হতবাক করে হারিয়ে দিয়েছে শক্তিশালী আর্জেন্টিনাকে । যারা কাতার এসেছে লিওনেল মেসির নেতৃত্বে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের অধরা শিরোপার নাগাল পেতে । কিন্তু সৌদির কাছে হেরে আপাতত মিশনটা একটু কঠিন হয়ে গেছে আলবেসেলেস্তেদের জন্য ।

ইতিহাসে প্রথমবার ল্যাটিন আমেরিকার কোন দলের বিপক্ষে জয়ের পর স্বাভাবিকভাবেই উল্লসিত সৌদি আরব । পুরো দেশ জুড়ে চলেছে উল্লাস । এমন উৎসবের দিনকে স্মরণীয় রাখতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ছুটির প্রস্তাব দেন । যা বাদশাহ সালমানের অনুমোদন পায় । অর্থাৎ , আর্জেন্টিনাকে হারাবার পরেরদিন সাধারণ ছুটি পালিত হয়েছে সৌদি আরবে । কিন্তু এতসব কিছুর পরেও আর্জেন্টিনা ম্যাচে আহত ইয়াসির শাহরানিকে নিয়ে আছে উদ্বেগ ।

ম্যাচের শেষদিকে নিজ দলের গোলরক্ষক মোহাম্মদ আলওয়াসির হাঁটুর আঘাতে চোয়াল ভেঙে গেছে শাহরানির । যা ছিল মারাত্মক । আঘাতের পরেই তাঁকে তুলে নেয়া হয় ম্যাচ থেকে । এক্সরের পর দেখা যায় শাহরানির চোয়াল ও মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। মুখের ভেতর রক্তক্ষরণ হওয়ায় তাকে যেতে হবে অস্ত্রোপচারের মধ্য দিয়ে।

শাহরানির চিকিৎসার দ্রুত ব্যবস্থা নেয় সৌদি সরকার । সৌদি ক্রাউন প্রিন্সের ব্যক্তিগত জেটে করে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছে তাঁকে । সেখানে হয়েছে সফল অস্ত্রোপচার । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন , তবে কবে নাগাদ আবার মাঠে ফিরতে পারবেন নিশ্চিত না ।

এদিকে , সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে শাহরানির মৃত্যুর সংবাদ । যা নিছক গুজব ছাড়া আর কিছু না । এ নিয়ে অনেককেই পোস্ট দিতে দেখা গেছে ফেসবুক ও টুইটারে। অনেকেই শোক প্রকাশ করছিলেন ইয়াসির আলির মৃত্যুতে। তবে, কিছুক্ষণের মধ্যেই ভুল ভেঙেছে সবার। আঘাত বেশ গুরুতর হলেও বেঁচে আছেন শাহরানি। জার্মানিতে সফল অস্ত্রপচারের পরে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তাও দিয়েছেন তিনি।

আহাস/ক্রী/০০২