Download WordPress Themes, Happy Birthday Wishes

প্রিমিয়ার লীগে প্রতিদ্বন্দ্বীদের জন্য হাল্যান্ডের ‘অভিষেক বার্তা’

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ম্যানচেস্টার সিটির জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথম ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল করলেন আর্লিং হাল্যান্ড । তাতে ম্যান সিটিও শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে প্রত্যাশিত জয়ে ।

রবিবার (৭ আগস্ট) ২০২২-২৩ মৌসুম প্রিমিয়ার লীগে নিজ নিজ প্রথম ম্যাচ খেলতে নামে ম্যান সিটি আর ওয়েস্ট হ্যাম ইউনাইটেড । প্রতিপক্ষের মাঠ লন্ডন স্টেডিয়ামে সিটিজেনরা ম্যাচ জিতেছে ২-০ গোলের ব্যবধানে ।

খেলার ৩৬ মিনিটে নিজের আদায় করে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন হাল্যান্ড । ম্যান ইউর জার্সিতে এটাই নরওয়ের তারকার প্রথম গোল । যদিও গত সপ্তাহে কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলের বিপক্ষে ম্যান সিটির জার্সিতে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২২ বছর বয়সী স্ট্রাইকার । কিন্তু সেই ম্যাচে গোলের দেখা পান নি । তবে প্রিমিয়ার লীগ অভিষেকে ঠিকই জ্বলে উঠেছেন তরুণ হাল্যান্ড ।

প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অভিষেকে পেনাল্টি আদায় এবং সেটি থেকে গোল করলেন হালান্ড। ২০১৬ সালের এপ্রিলে চেলসির হয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রে পাতো।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন হাল্যান্ড । সেই সাথে গড়েন আরও একটি কীর্তি । ২০১১ সালে সার্জিও আগুয়েরোর পর তিনি ম্যান সিটির দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লীগ অভিষেকে জোড়া গোলের দেখা পেলেন ।

প্রিমিয়ার লীগে আর্লিং হাল্যান্ডের অভিষেক ম্যাচ দেখে উপস্থিত ছিলেন আলফি হাল্যান্ড । যিনি আর্লিংয়ের বাবা । তিনিও খেলেছেন ম্যান সিটিতে ২০০০-২০০৩ মৌসুম পর্যন্ত । আলফি হাল্যান্ড অবশ্য ছেলের মত স্ট্রাইকার না , মিডফিল্ডার পজিশনে খেলেছেন । ম্যান সিটির জার্সিতে ৪৭ ম্যাচে ৩টি গোল আছে আলফির । দেশের হয়েও আলফি হাল্যান্ড খেলেছেন ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আলফি ।

চলতি মৌসুমেই জার্মানির বুরুশিয়া ডর্টমুণ্ড থেকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যান সিটিতে যোগ দিয়েছেন হাল্যান্ড । বাবার কারণেই ছোটবেলা থেকে ম্যান সিটিতে খেলার স্বপ্ন দেখতেন তিনি । যে কারণে বার্সেলোনা , রিয়েল মাদ্রিদের মত বড় দলের আমন্ত্রণ উপেক্ষা করে যোগ দেন সিটিজেন শিবিরে ।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হাল্যান্ডের ফুটবলে হাতেখড়ি মাত্র পাঁচ বছর বয়সে নিজ দেশের ব্রিইনে ক্লাবের একাডেমীতে । পরবর্তীতে ২০১৭ সালে পেশাদার ফুটবলে অভিষেক মল্ডের হয়ে । যদিও হাল্যান্ড নজর কাঁড়তে শুরু করেন রেডবুল সুলজবার্গে যাওয়ার পর থেকেই । অস্ট্রিয়ার ক্লাবের হয়ে দেড় মৌসুমের ২৭ ম্যাচে ২৯ গোল করেন তিনি । উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ২০১৯-২০ মৌসুমে ৬ ম্যাচে ৮ গোল করে হৈচৈ ফেলে দেন । সেই মৌসুমের জানুয়ারিতেই তাকে উড়িয়ে আনে ডর্টমূণ্ড । জার্মান লীগে শুরু হয় তার রেকর্ড গড়া । পিয়েরে এমরিক ওবামাইয়াংয়ের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে অভিষেকে হ্যাট্রিকের রেকর্ড গড়েন তিনি ।

ডর্টমুণ্ডের হয়ে আড়াই মৌসুমে ৮৯ ম্যাচে ৮৬ গোল করে এসেছেন হাল্যান্ড । যার মধ্যে চ্যাম্পিয়ন্স লীগে ১৩ ম্যাচে তার গোলের সংখ্যা ১৫টি । ২০২০-২১ মৌসুমে ১০ গোল করে ছিলেন চ্যাম্পিয়ন্স লীগে সেরা গোলদাতা । এর মধ্যেই জিতেছেন অস্ট্রিয়া আর বুন্দেস লিগার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব । ২০২২ সালের ‘গোল্ডেন বয় এ্যাওয়ার্ড’ । দেশের হয়েও ২০১৯ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ৯ গোল করে জিতেছেন গোল্ডেন-বুট । আর মুল জাতীয় দলে ইতোমধ্যেই ২১ ম্যাচে ২০টি আন্তর্জাতিক গোল করে বসে আছেন ।

সদ্য শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লীগে হাল্যান্ডকে নিয়ে আশায় বুক বেঁধেছে ম্যান সিটি সমর্থকরা । সার্জিও আগুয়েরো আর গ্যাব্রিয়েল হেসুসরা যা পারে নি , সেই চ্যাম্পিয়ন্স লীগ ম্যান সিটিকে এনে দেবেন হাল্যান্ড ।

হাল্যান্ড চলে আসায় ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লীগের ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াই আরও জমজমাট হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা । মোহাম্মদ সালাহ , হ্যারি কেইন , সং হিউং মিন আর গ্রেট ক্রিশ্চিয়ানো রোনালদো তো আছেনই । সাথে এবার লিভারপুলে যোগ দিয়েছেন উরুগুইয়ান ডারউইন নুনেজ । সব মিলিয়ে চলতি ইপিএলে শিরোপার সাথে সাথে সেরা গোলদাতার লড়াইটাও হবে জম্পেশ , এমন আগাম ধারণা করছেন সবাই ।

আহাস/ক্রী/০০২