Download WordPress Themes, Happy Birthday Wishes

তুরস্কে বাংলাদেশের মেয়েদের চমক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বার্মিংহ্যামে ২২তম কমনওয়েলথ গেমসে প্রায় প্রতিটা ডিসিপ্লিনেই হতাশ করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা । তবু তাদের মধ্যে ব্যতিক্রম ছিল টেবিল টেনিস দল । টিটি ইভেন্টের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখিয়েছে হৃদয় , রামহিমালিয়ান বম আর সাব্বির । অতীতে কখনই কমনওয়েলথ গেমসে টিটিতে শেষ আটে উঠতে পারেনি বাংলাদেশ দল। এছাড়া এককেও কিছুদূর গিয়েছেন বাংলাদেশের রিফাত সাব্বির, সোনম সুলতানা ও সাদিয়া রহমান।

কমনওয়েলথ গেমসের পর টেবিল টেনিস দল ইসলামিক সলিডারিটি গেমসের সূচনাও করেছে সফলতার সাথে । যদিও তুরস্কের কোনিয়া শহরে গেমসের উদ্বোধন হবে ৯ আগস্ট । কিন্তু ইতোমধ্যে টেবিল টেনিসসহ কয়েকটি ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ।

রবিবার (৮ আগস্ট) মেয়েদের এককে টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের সাদিয়া রহমান । প্রথম ম্যাচে সাদিয়া সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন জিবুতির প্রতিপক্ষকে ।

পরের রাউন্ডে সাদিয়ার কাছে পাকিস্তানের প্রতিপক্ষের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছেন ৩-২ সেটে । আর পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে ।

মেয়েদের বিভাগে আরেক খেলোয়াড় সোনাম সুলতানা সোমা গায়ানার প্রতিপক্ষের সঙ্গে ওয়াকওভার পেয়েছেন । কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তার পরবর্তী প্রতিপক্ষ ক্যামেরুনের সারাহ হানাফু ।

তবে কমনওয়েলথ গেমসে চমক দেখানো মুহতাসিন আহমেদ হৃদয় হেরে গেছেন ইরানের আফজালখন মাহমুদভের কাছে ৩-২ ব্যবধানে । পুরুষ বিভাগের আরেক একক লড়াইয়ে রামহিম লিয়াম বম ৩-০তে হেরেছেন তাজিকিস্তানের সুলতানভের কাছে।

এদিকে, মেয়েদের হ্যান্ডবলে ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক তুরস্কের কাছে ৫১-১০ গোলে হেরেছে বাংলাদেশ।

আহাস/ক্রী/০০৪