Download WordPress Themes, Happy Birthday Wishes

টেবিল টেনিসে শেষ হলো বাংলাদেশের স্বপ্নযাত্রা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলমান কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদদের ‘অভিজ্ঞতা’ অর্জনের মধ্য দিয়ে কেটে যাচ্ছে একটি করে দিন ! আসরের তৃতীয় দিনে বাংলাদেশের কোন ইভেন্ট থেকেই আসে নি সুখবর । অবশ্য গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশের সামনে ছিল না তেমন কোন লক্ষ্যও ।

রবিবার (৩১ জুলাই) বার্মিংহ্যামে সকলের নজর ছিল টেবিল টেনিসের দিকে । কারণ গেমসের ইতিহাসে প্রথমবারের মত টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনাল খেলেছে লাল-সবুজের দেশ । যদিও সেই ইতিহাস আর বিস্তৃত হয় নি । বাংলাদেশের স্বপ্নযাত্রা থেমেছে সেরা আটের লড়াইয়ে ভারতের কাছে ০-৩ সেটের ব্যবধানে হেরে । নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ফিজি ও গায়নার বিপক্ষে জয় পেয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে দলগত টিটির কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন হৃদয়, রামহিম, সাব্বিররা। অতীতে কখনই কমনওয়েলথ গেমসে টিটিতে শেষ আটে উঠতে পারেনি বাংলাদেশ দল।

এদিন , সাঁতারে বাংলাদেশের দুই জন সাঁতারু অংশ নেন। মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের তৃতীয় হিটে বাংলাদেশের সোনিয়া খাতুন আট প্রতিযোগীর মধ্যে হয়েছেন ষষ্ঠ। তিনি সময় নিয়েছেন ৩০.৯৪ সেকেন্ড। এই ইভেন্টে সর্বমোট ৫২জন প্রতিযোগী অংশ নেন যাদের মধ্যে ৪২তম হয়েছেন সোনিয়া। সবার আগে শেষ করা কানাডার মার্গারেট ম্যাকনেল এর চেয়ে সোনিয়া সময় নিয়েছেন ৪.৭০ সেকেন্ড বেশি।

ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলের চতুর্থ হিটে বাংলাদেশের সাঁতারু আসিফ রেজা আট জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ। তিনি সময় নিয়েছেন ৫৪.২৪ সেকেন্ড। এই ইভেন্টে সাঁতার শেষ করা মোট ৬৯জন সাঁতারুর মধ্যে আসিফ হয়েছেন ৫০তম। সর্বাগ্রে শেষ করা কানাডার জশুয়া লিয়েন্ডো এডওয়ার্ডস এর চেয়ে আসিফ সময় নিয়েছেন ৫.৭০ সেকেন্ড বেশি।

এর আগে চলতি আসরে বাংলাদেশী পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে সর্বমোট ১৮টি দেশের ৫৬ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে বাংলাদেশের শিশির আহমেদ ২১তম, ভল্টিং টেবিলে আলি কাদের হক ১২তম, আবু সাঈদ রাফি ১৬তম ও শিশির আহমেদ ১৭তম স্থান অধিকার করেন। দলগত ভাবে বাংলাদেশ ১৮ দেশের ভেতর নবম স্থান অধিকার করেছে। বাংলাদেশ দল সর্বমোট ১০০.০৬ পয়েন্ট অর্জন করেছে।

ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে শিশির এখনো রিজার্ভ তালিকায় আছেন। তালিকার উপর থেকে কোন জিমন্যাস্ট যদি চোট বা অন্য কোন কারণে বাদ পড়ে তাহলে শিশিরের সুযোগ আছে পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার।

সূত্রঃবাসস

আহাস/ক্রী/০০৪