Download WordPress Themes, Happy Birthday Wishes

মালয়েশিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের নারী দল । বৃহস্পতিবার (২৩ জুন) দুই দলের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে । বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার শুরু হবে ম্যাচ ।

চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের আসর । যেখানে অংশ নেবে বাংলাদেশের মেয়েদের জাতীয় দল । অন্যদিকে আগামী মাসে এশিয়ান কাপ আসরে খেলবে মালয়েশিয়ার মেয়েরা । তাই দুই দেশের জন্যই দুই ম্যাচের সিরিজটি নিজেদের গুছিয়ে নেবার সুযোগ । তবে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার বিপক্ষে সিরিজটি র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার লড়াইও । গত নয় মাস ধরে বাংলাদেশের মেয়েরা খেলার বাইরে । যার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে । এই মুহূর্তে নারী ফুটবলে ফিফার র‍্যাংকিং বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৪৬ এ। অন্য দিকে মালয়েশিয়া আছে ৮৫তে। অর্থাৎ বাংলাদেশের চেয়ে মালয়েশিয়ার মেয়েরা পুরো ৬১ ধাপ এগিয়ে ।

শক্তিতে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার মেয়েরা বাংলাদেশের বিপক্ষে অবশ্যই ফেভারিট । দুই দলের অতীত পরিসংখ্যানেও মালয়েশিয়া এগিয়ে । ২০১৭ সালে সর্বশেষ এই দলটির বিপক্ষে ম্যাচ খেলেছিল লাল সবুজের দেশের মেয়েরা । তবে লড়াই করেই বাংলাদেশ হেরেছিল ১-২ গোলে । এবার নিজেদের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশ চায় আরও ভাল কিছু করতে ।

বুধবার (২২ জুন) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘রোজার পর থেকে কঠোর অনুশীলন করছে মেয়েরা। অ্যাডুকেশনাল ক্লাস হয়েছে তাদের। আমরা পুরোপুরি প্রস্তুত এ দুই ম্যাচের জন্য। এই ম্যাচ আয়োজন করার জন্য বাফুফেকে ধন্যবাদ। দলের তিনজন ছাড়া সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।’

ছোটন জানান , ‘ মালয়েশিয়ার মেয়েরা ফিজিক্যাল ফিটনেস আর অভিজ্ঞতায় এগিয়ে । তবে বাংলাদেশ ছাড় দেবে না মালয়েশিয়াকে । আমাদের মেয়েদের ফিজিক্যাল ফিটনেসেরও অনেক উন্নতি হয়েছে । ‘

বাংলাদেশের মেয়েরা গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের মাটিতে হংকংয়ের বিপক্ষে সর্বশেষ প্রীতিম্যাচ খেলেছিল বাংলাদেশ । তার আগে এশিয়ান কাপের বাছাই পর্বে বড় ব্যবধানে হেরেছিল জর্ডান আর ইরানের বিপক্ষে । বাংলাদেশের কোচ জানান , ‘ আমাদের এখন শক্তিশালী দলের বিপক্ষে খেলা প্রয়োজন । সেই কারণেই মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ । এই সিরিজ আয়োজনের জন্য বাফুফে’কে ধন্যবাদ। ‘

ছোটন বলেছেন, ‘সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ আছে। তবে আমরা এখন এই ম্যাচ দুটিকেই গুরুত্ব দিচ্ছি। আমাদের বয়সভিত্তিক দলগুলো ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে। আমার প্রত্যাশা এবার সিনিয়র দলও ভালো খেলবে।’

বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন জানিয়েছেন , ‘ ‘দীর্ঘ ৮-৯ মাস পর ফিরছি। র‌্যাঙ্কিংয়ে কিছু সময় মেটার করে। কিছু সময় ভাল কেটেছে। মূল ফোকাস থাকবে এই ম্যাচে। র‌্যাঙ্কিংয়ে ফেরার সুযোগ এটি আমাদের জন্য। এটা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে ভালো খেলা উপহার দেওয়া। আশাকরি আমরা জাতিকে হতাশ করবো না।’

এদিকে মালয়েশিয়ান কোচ জোসেফ বলেন, ‘এখানে আসার আগে এক সপ্তাহ অনুশীলন করেছে মেয়েরা। মূলত আমরা প্রস্তুতি নিচ্ছি জুলাইয়ে অনুষ্ঠেয় এএফএফ (আসিয়ান ফুটবল ফেডারেশন) টুর্নামেন্টের জন্য। এই ফিফা ম্যাচ দুটি ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আমাদের সহায়তা করবে। বাংলাদেশ আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে তাই এসেছি। এতে ভাল হয়েছে, আমরা স্বাগতিকদের দুর্বলতাগুলো দেখতে পাবো।’

বর্তমান দলটিতে তিনজন ফুটবলারের বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে । বাকীরা প্রথমবারের মত মোকাবেলা করবে বাংলাদেশকে ।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ দুটির বিক্রিত টিকিটের অর্থ সিলেটে বন্যার্তদের দেবে বাফুফে ।

আহাস/ক্রী/০০১