Download WordPress Themes, Happy Birthday Wishes

শিরোপা গেছে ঢাকা বিভাগের ঘরে

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতে নিয়েছে ঢাকা বিভাগ । আট বছর পর শিরোপা জয়ের পথে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগ ১৭৯ রানে হারিয়েছে খুলনা বিভাগকে ।

বুধবার (২৪ নভেম্বর) বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকার দেওয়া ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৯ রানে অলআউট হয় খুলনা।

২০১৩-১৪ মৌসুমে সর্বশেষ জাতীয় ক্রিকেট লীগের শিরোপা জিতেছিল ঢাকা বিভাগ । এটি ঢাকার ষষ্ঠ শিরোপা । চ্যাম্পিয়নশিপ অর্জনের পথে ঢাকা বিভাগকে নেতৃত্ব দিয়েছেন তাইয়ুবুর রহমান ।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা প্রথম ইনিংস : ৩৩৫, ঢাকা দ্বিতীয় ইনিংস : ৬৭.৫ ওভারে ২৫৬/৮ ডিক্লে. (মজিদ ৬১, রনি ৮৭, মাহিদুল ০, রকিবুল ১৬, তাইবুর ৩৭, শুভাগত ৩৩, নাদিফ ১১, সুমন ৬, নাজমুল ৩*; সৌম্য ৭-১-২৩-০, টিপু ২৬-৪-৭৭-১, নাহিদুল ১.৫-০-১৩-০, মিঠুন ২০.৫-২-৭৫-৭)।

খুলনা প্রথম ইনিংস : ২১৩, খুলনা দ্বিতীয় ইনিংস : ৯৮.১ ওভারে ১৯৯ (ইমরুল ৩, অমিত ২০, রবিউল ১৯, সৌম্য ০, মিঠুন ১৪, নাহিদুল ৪০, জিয়াউর ০, ইমরানুজ্জামান ৩২, মৃত্যুঞ্জয় ২৯, টিপু ৮*, আল আমিন ১৯; শুভাগত ৩৮-১০-৬৬-৩, নাজমুল ২৯-১০-৫৬-১, সুমন ৮-১-১৭-১, তাইবুর ১৭.১-৯-৪০-৫)।

আহাস/ক্রী/০০৮