Download WordPress Themes, Happy Birthday Wishes

কাজে এলো না দুর্দান্ত ইনিংসটি

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

দানুস্কা গুনাথিলাকার দুর্দান্ত ইনিংসটি কাজে এলো না । প্রায় একক লড়াইয়ে গ্যল গ্ল্যাডিয়েটরসের এই ওপেনারের ইনিংসটি ভেস্তে গেছে ক্যান্ডি টাস্কার্সের কাছে ২৫ রানে হারায় । লঙ্কান প্রিমিয়ার লিগে গ্যল গ্ল্যাডিয়েটরসের এটি টানা তৃতীয় হার । আর ক্যান্ডির তৃতীয় ম্যাচে প্রথম জয় ।

সোমবার (৩০ নভেম্বর) হাম্বানটোটায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করে ক্যান্ডি তোলে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৬ রান । জবাবে ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রানের বেশী করতে পারে নি গ্যল গ্ল্যাডিয়েটরস ।

রাজাপাক্সা স্টেডিয়ামে একাই লড়াই করেন ওপেনার দানুস্কা । তার ব্যাট থেকে আসে ৮২ রান । অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন ১৭.৩ ওভারে । সেখানেই শেষ হয়ে যায় গ্যলের জয়ের আশা । তার ৫৩ বলের ইনিংসে ছিল ১৩টি চার আর ১টি ছক্কা ।

শেষের দিকে পাকিস্তানের মোহাম্মদ আমির একটি করে চার-ছক্কায় ১২ বলে অপরাজিত ১৫ রান করেছেন । কিন্তু তাতে শুধু ব্যবধান কমেছে দলের পরাজয়ের ।

শুরুতে ক্যান্ডির হয়ে চারে নেমে অপরাজিত ৫১ রান করেছেন ব্র্যান্ডন টেইলর । ৩৫ বল খেলে তিনি মেরেছেন সাতটি চার আর একটি ছক্কা ।

তিনে নামা কুশল মেন্ডিস করেন ৩০ বলে ৪৯ রান । তার ইনিংসে ছিল দুইটি চার আর চারটি ছক্কা ।

১৬ বলে তিনটি চার আর একটি ছক্কায় ২৮ রান করছেন কামিন্দু মেন্ডিস । পঞ্চম উইকেটে টেইলর আর কামিন্দু যোগ করেন ৬৫ রান ।

গ্যলের হয়ে লক্ষণ সাদাকান নেন দুইটি উইকেট । ম্যাচের সেরা জিম্বাবুয়ের ব্র্যান্ডন টেইলর ।

আহাস/ক্রী/০০১