Download WordPress Themes, Happy Birthday Wishes

ধোনির অফ ফর্মের কারণ জানালেন ‘বড়ে মিয়া’

ক্রীড়ালোক প্রতিবেদক:

৮ ইনিংসে ২৭.২০ গড়ে তাঁর রান মাত্র ১৩৬! পরিসংখ্যানটা চলতি আইপিএলের। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ‘দ্য ফিনিশারের’ ব্যাটের রান! ভক্তদের ভাবতে কষ্টই হচ্ছে বোধ হয়, অনেকে হয়তো আপেক্ষ নিয়ে বলেন , আরে মাহির এই অবস্থা কেন? আপনার বলার কারনও আছে যৌক্তিক, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যার রান তোলার গড় ৩৭.৬০। আন্তর্জাতিকের বাইরের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় যেখানে ৩৯.৫১। সেখানে এমন হতশ্রী ব্যাটিং মানা আসলেই কষ্টকর! আর মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি এবারের আইপিএলে ধুঁকছে তার দল চেন্নাই সুপার কিংসও। তবে ধোনির ব্যাটে রান না আসার কারণ কি? কেন দেখা যাচ্ছে না ফিনিশার ধোনিকে? তার একটা উত্তর খুজেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিয়াঁদাদ।

ধোনির সমস্যাগুলো ধরতে পেরেছেন ‘বড়ে মিয়া’। আর সেটা শুধুই ধোনির ফিটনেসের অভাব বলে মনে করেন এই পাকিস্তানি ক্রিকেটার। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মাঝে অন্যতম জাভেদ মিয়াদাঁদ বলেন , ‘ক্রিকেট আসলে ফিটনেসের ওপর নির্ভর করে। আর যে কারও শারীরিক সামর্থ্য তার বয়সের সঙ্গে তাল রেখে বদলায়। বয়স যত বাড়বে, শারীরিক সামর্থ্য কমবে। নিজের পারফরম্যান্সটা শীর্ষ পর্যায়ে রাখতে হলে তখন ফিটনেস ধরে রাখতে কঠিন পরিশ্রম করতে হবে।’

প্রয়োজনীয় ফিটনেস নেই বলেই ধোনির হতশ্রী অবস্থা বলে মানেন মিয়াঁদাদ। তবে সেই সাথে সে খুঁজে বের করেছেন কিছু সমস্যা। পাকিস্তানের ক্রিকেটের বড়ে মিয়া বলেন, ‘এবারের আইপিএলে আমি ধোনির ব্যাটিং দেখেছি। তার সমস্যার জায়গাগুলো টাইমিং আর রিফ্লেক্সে। একজন খেলোয়াড় যদি পুরোপুরি ম্যাচ ফিট না থাকে, টাইমিং ও রিফ্লেক্স তো ধীর হয়েই যাবে।’

লম্বা বিরতির পর আইপিএল খেলতে নেমেছে ধোনি। অনেক দিন ব্যবধানের কারণে স্বভাবতই ফিটনেস ফিরে পাচ্ছে না ধোনি। তবে বড়ে মিয়া মনে করেন, সেটা ফিরে পাওয়াও ততটা সহজ হবে না। তাহলে এমতাবস্থা থেকে ধোনির উত্তরণের পথ কী? ধোনিকে সেই পথটাও বাতলে দিয়েছেন মিয়াঁদাদ, ‘নিজেকে বিশ্লেষণ করতে হবে ধোনিকে। আসলে যতদিন আপনি ক্রিকেট খেলবেন, তত দিনই আপনাকে আত্ম-বিশ্লেষণ করতে হবে।’

নিহে/ক্রী/০০৭