Download WordPress Themes, Happy Birthday Wishes

বিশ্বরেকর্ড গড়লেন মরগান

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশী ছক্কা হাঁকাবার রেকর্ড গড়েছেন ইয়ান মরগান । ইংলিশ সেনাপতি ছক্কা মারার রেকর্ডে পেছনে ফেলেছেন ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ।

মঙ্গলবার (৪ আগস্ট) সাউথহ্যাম্পটনে ৩২৮ রান করেও আয়ারল্যান্ডের কাছে হেরেছে ইংল্যান্ড । ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশী রান তাড়া করে এটাই আইরিশদের রেকর্ড ।

ম্যাচের শুরুতে ব্যাট করা ইংল্যান্ডের হয়ে ১০৬ রান করেছেন মরগান । তাঁর ৮৪ বলের ইনিংসে ছিল ১৫টি চার আর ৪টি ছক্কা ।

মঙ্গলবার অধিনায়ক হিসেবে ২১২তম ছক্কা হাঁকিয়েছেন মরগ্যান। ধোনির চেয়ে অর্ধেকেরও কম ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। অধিনায়ক হিসেবে তিন ফরমেট মিলিয়ে ২১১ ছক্কা হাঁকাতে ধোনির লেগেছিল ৩৩২ ম্যাচ, মরগ্যানের লাগলো ১৬৩টি।

তবে ক্যারিয়ারে তিন ফরমেট মিলিয়ে ছক্কার হিসেব করলে এখনও এগিয়ে আছেন ধোনি। ভারতের সাবেক অধিনায়কের নামের পাশে ৩৫৯ ছক্কা। অন্যদিকে মরগ্যান তিন ফরমেট মিলিয়ে ছক্কা হাঁকিয়েছেন ৩২৮টি।

অধিনায়ক হিসেবে ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয় অবস্থানে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক দলকে নেতৃত্ব দেয়া ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ১৭১টি। ১৭০ ছক্কায় পরের অবস্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

আহাস/ক্রী/০১০