Download WordPress Themes, Happy Birthday Wishes

বাঁচা মরার ম্যাচে রিয়েলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগামী শনিবার (৮ আগস্ট) উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্বের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি আর রিয়েল মাদ্রিদ । ম্যান সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি হতে চলেছে রিয়েলের জন্য বাঁচা-মরার লড়াই । বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি ।

করোনা মহামারীর কারণে গত মার্চের মাঝামাঝি সময়ে স্থগিত হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লীগের খেলা । নক আউট পর্বে গড়ানো ইউরোপের সেরা আসরে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্সের পিএসজি , ইটালির আটালান্টা , স্পেনের এথলেটিকো মাদ্রিদ আর জার্মানির আরবি লেইপজিগ । এখনও ভাগ্য ঝুলে আছে জুভেন্টাস-অলিম্পিক লিও , বায়ার্ন-চেলসি , বার্সেলোনা-ন্যাপলি আর ম্যানচেস্টার সিটি-রিয়েল মাদ্রিদ ম্যাচের ।

কোভিড-১৯ শংকা কাটিয়ে দর্শকবিহীন স্টেডিয়ামে আগামী ৮ আর ৯ আগস্ট অনুষ্ঠিত হবে নক আউট পর্বের বাকী চারটি ম্যাচ । প্রথম দিনে নিজ নিজ মাঠে ম্যান সিটি মুখোমুখি হবে রিয়েল মাদ্রিদের এবং জুভেন্টাস খেলবে লিওর বিপক্ষে । কোয়ার্টার ফাইনাল থেকে বাকী সব ম্যাচ এক লেগে অনুষ্ঠিত হবে পর্তুগালের মাঠে । ২৩ আগস্ট লিসবনে অনুষ্ঠিত হবে ফাইনাল ।

করোনা বিরতির আগে নিজেদের মাঠে ম্যান সিটির কাছে ১-২ ব্যবধানে হেরেছে রিয়েল । যে কারণে ইত্তিহাদ স্টেডিয়ামে একাধিক গোল জয় পেতে হবে লস ব্লাংকোসদের সেরা আটে নাম লেখাতে হলে । অন্যদিকে নিজেদের মাঠে ০-১ গোলে হারলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে পেপে গার্দিওলার দল ।

সব মিলিয়ে ইত্তিহাদ স্টেডিয়ামে রিয়েল মাদ্রিদকে দিতে হবে কঠিন পরীক্ষা । এই ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন জিনেদিন জিদান । যিনি টানা তিনবার রিয়েলকে কোচ হিসেবে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লীগ । এছাড়া সদ্য শেষ হওয়া লা লীগা শিরোপা জিতেছে জিদানের শিষ্যরা ।

ম্যান সিটির বিপক্ষে ঘোষিত স্কোয়াডে জিদান রাখেন নি গ্যারেথ বেল আর হামেস রদ্রিগেজকে । বেল সবশেষ রিয়ালের জার্সিতে খেলেছিলেন জুনে, মায়োর্কার বিপক্ষে। এরপরের ৭ ম্যাচে একবারও তাকে মাঠে নামাননি জিনেদিন জিদান। অন্যদিকে কলম্বিয়ান হামেস ২১ জুন সবশেষ খেলেছিলেন রিয়ালের হয়ে।

সিটির বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি মারিয়ানো ডিয়াজকেও। রিয়াল স্ট্রাইকার কিছুদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ্য হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তিনি।

কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে , স্কোয়াডে আছেন নিয়মিত অধিনায়ক সার্জিও র‍্যামস । যদিও আগের ম্যাচে লাল কার্ড থাকায় তিনি খেলতে পারবেন না দ্বিতীয় লেগে । সর্বশেষ লা লীগায় ১১ গোল করা অধিনায়ককে নিশ্চিত মিস করবে লস ব্লাংকোসরা । এমনকি চলতি চ্যাম্পিয়ন্স লীগেও তাঁর আছে দুই গোল । রিয়েল কোয়ার্টার ফাইনালে উঠতে না পারলে র‍্যামসের চ্যাম্পিয়ন্স লীগ শেষ হয়ে গেছে মার্চেই , এটা বলে দেয়া যায় আগেভাগে ।

রিয়েলের স্কোয়াডঃ

গোলরক্ষক- থিবাউ কর্তোয়া , আলফান্সো আরিওলা , দিয়াগো আলতুবে

ডিফেন্ডার- ড্যানি কারবাহাল , এইডার মিলিতাও , সার্জিও র‍্যামস , রাফায়েল ভারানে , নাচো , মার্সেলো , ফারল্যান্ড মেন্ডি , জাভি হার্নান্দেজ

মিডফিল্ডার- টনি ক্রুজ , লুকা মদ্রিজ , ক্যাসিমিরো , ফেডে ভেলভার্দে , ইস্কো

ফরোয়ার্ড- ইডেন হ্যাজার্ড , করিম বেঞ্জেমা , লুকাস ভাজকুয়েজ , লুকা জোভিচ , মার্কো এসেন্সিও , ব্রাহিম ডায়াজ , ভিনিসিয়াস জুনিয়র , রড্রিগো

আহসান/ক্রী/০০৪