Download WordPress Themes, Happy Birthday Wishes

ইংল্যান্ড স্কোয়াডে নতুন মুখ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

করোনা বিরতির পর মাঠে ফেরা ইংল্যান্ড রয়েছে দারুণ ছন্দে । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শুরুতেই যদিও হারের মুখ দেখেছিল ইংলিশরা । কিন্তু শেষ দুই ম্যাচে জিতে সিরিজ ঠিকই নিজেদের করে নিয়েছে জো রুটের দল ।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাটে রেখেই টানা দুই জয়ে তিন ম্যচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ইয়ান মরগানের দল । আগামী পাঁচ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে টেস্ট আর টি-টুয়েন্টি খেলতে নামছে ইংল্যান্ড ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন জোনাথান ট্রট। । ওই সিরিজে কোচিং স্টাফে ট্রটের সঙ্গে যুক্ত হবেন সাবেক কিউই স্পিনার জিতান প্যাটেল আর ওয়ারউইকশায়ার পেসার গ্রায়েম ওয়েলচও।

দেশের হয়ে এখন পর্যন্ত ৫২ টেস্ট খেলেছেন ট্রট । সর্বশেষ টেস্ট খেলেন ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

৩৯ বছর বয়সী ট্রট ঘরোয়া ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে আছে প্রায় ১৯ হাজার রান। ২০১১ সালে আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতারও কীর্তি আছে ট্রটের ক্যারিয়ারে।

আহাস/ক্রী/০০৩