Download WordPress Themes, Happy Birthday Wishes

আইপিএলে বাবর আজম !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ভারতের জনপ্রিয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট ‘আইপিএল’ (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) । করোনা মহামারীর কারণে পিছিয়ে যাওয়া আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে । ইতোমধ্যেই ভারত সরকারের অনুমতি নিয়ে আইপিএল আয়োজনের সব প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই ।

আসন্ন আইপিএলে খেলছেন না কোন পাকিস্তানী ক্রিকেটার । আসলে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের বড়সড় প্রভাব পড়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে। এর প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেললেও, মুম্বাইয়ে হামলার পর থেকে আর আইপিএলে নেয়া হয় না পাকিস্তানি ক্রিকেটারদের।

তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইনের মতে, পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে আইপিএলে সুযোগ দেয়া উচিৎ। পাকিস্তানি টিভি চ্যানেল জিও সুপারকে এ কথা বলেছেন তিনি। ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের ছাপ ক্রিকেটে পড়তে না দেয়াই ভালো বলে মনে করেন নাসের।

তিনি বলেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলতে দেয়া হয় না। খুব শিগগিরই আইপিএল শুরু হবে কিন্তু বাবর আজম সেখানে থাকবে না। সে অসাধারণ মানের খেলোয়াড়। তাকে আইপিএলে খেলতে নেয়া উচিৎ।’

বাবরের প্রশংসায় পঞ্চমুখ নাসের তাকে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটদের সমমানের মনে করছেন। তার ভাষ্য, ‘সবাই শুধুমাত্র ফ্যাব ফোরের কথাই বলে। কিন্তু এটা আসলে ফ্যাব ফাইভ এবং বাবর আজম সেখানে আছে।’

ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কের দিকটি উল্লেখ করে নাসের আরও বলেন, ‘আমি রাজনীতির বিষয়ে কথা বলতে চাই না। তবে ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে না খেলাটা অনেকটা ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি, এভারটন-লিভারপুল কিংবা টটেনহ্যাম-আর্সেনাল ম্যাচ না হওয়ার মতো বিষয়।’

আহাস/ক্রী/০১০