Download WordPress Themes, Happy Birthday Wishes

দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএল ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে সব ধরণের আন্তর্জাতিক আর ঘরোয়া খেলাধুলার আসর । ভারতেও চলছে খেলাধুলার অচলাবস্থা । ফলে নির্ধারিত সময়ে শুরু হতে পারে নি দেশটির সবচেয়ে জনপ্রিয় টি-২০ ফ্রেঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) । শুরুর আগেই থেমে যাওয়া আইপিএল কবে মাঠে গড়াবে , সেটাই নিশ্চিত করে বলতে পারছে না কেউ ।

ভারতে দিনদিন মারাত্মক হচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব । এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন ৭০ হাজার ৭৬৮ জন । মারা গেছেন ২২৯৪ জন । প্রতিদিন ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এমন পরিস্থিতিতে ভারত সরকার ‘লক ডাউন’ ফের কঠোর করার ভাবছে । যে কারণে দ্রুত ভারতের খেলাধুলা মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে ।

এমন পরিস্থিতিতে বাতিল হবার আশংকার মধ্যে পড়েছে চলতি বছরের আইপিএল । যদিও স্ব-উদ্যোগে নিজেদের দেশে আইপিএল আয়োজন করার প্রস্তাব দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভারতের তুলনায় শ্রীলংকায় করোনা অবস্থা কিছুটা স্থিতিশীল। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কার প্রস্তাবে রাজি হয় নি ।

এদিকে শ্রীলঙ্কার পর আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত । তারাও আইপিএল আয়োজন করতে চেয়ে প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে । আইপিএল আয়োজনের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে আরব আমিরাতের। ২০১৪ সালে ভারতে জাতীয় নির্বাচনের সময় আইপিএলের ২০ টি ম্যাচ আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের দেশটি। এছাড়াও পাকিস্তানের হোম-ভেন্যু আর পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাধিক আসর আয়োজনের অভিজ্ঞতা আছে আমিরাতের ।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল অবশ্য দেশের বাইরে আইপিএল আয়োজনের সম্ভবনা এখনই দেখতে পারছেন না। এ ব্যাপারে তিনি বলেন, ‘আরব আমিরাত আইপিএল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে। তবে এখন আন্তর্জাতিক ভ্রমণ একেবারেই অসম্ভব, তাই এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও নিজেদের দেশে আইপিএল আয়োজনে আশাবাদী । করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রচলিত নিয়মের বাইরে নতুন আদলে আইপিএল আয়োজন করতে চায় তারা । সেই ক্ষেত্রে ‘হোম এন্ড এওয়ে’ নয় , সরাসরি ‘সিঙ্গেল লীগ’ পদ্ধতিতে এবারের আয়োজন শেষ করতে চায় আইপিএল কর্তৃপক্ষ । তাতে খেলার সংখ্যা কমে যাবে এবং দ্রুততম সময়ে শেষ হবে ২০২০ সালের আইপিলে ।এরই মধ্যে তুলনায় নিরাপদ কিছু স্টেডিয়াম চিহ্নিত করার কাজ শুরু করেছে বিসিসিআই।

সমস্যা হচ্ছে , ইতোমধ্যেই ভারতের বিভিন্ন অঞ্চল রেড জোন হিসেবে ঘোষিত হয়েছে। পরিপ্রেক্ষিতে লকডাউন উঠলেও দেশটির সরকার আইপিএল আয়োজনের অনুমতি দেবে কিনা, সন্দেহ দেখা দিয়েছে। সে ক্ষেত্রে বিদেশের এ টুর্নামেন্ট গড়ানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ধুমল অবশ্য এখনই এ ব্যাপারে কোনো ইতিবাচক সংকেত দিতে পারেননি। তিনি বলেন, ‘ক্রিকেটারদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে। বর্তমানে সারা বিশ্বের যাতায়াত ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে রয়েছে। সুতরাং এ পর্যায়ে আইপিএল নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।’

উল্লেখ্য গত ২৯ মার্চ আইপিএলের এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনা মহামারির কারণে তা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। এরপরেও পরিস্থিতি নিরাপদ না হওয়ায় অনুর্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় আইপিএলের এবারের আসর।

আহাস/ক্রী/০০৭