Download WordPress Themes, Happy Birthday Wishes

খুলতে চলেছে আইপিএলের দরোজা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সবকিছু ঠিক থাকলে এতদিনে শেষ হয়ে যেতো ভারতের জনপ্রিয় আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) । কিন্তু করোনা মহামারীর কারণে গত ২৯ মার্চ শুরু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে জমকালো ফ্রেঞ্চাইজি আসরটি স্থগিত হয়ে যায় । যা এখনও শুরু হয় নি । এমনকি চলতি মৌসুমের আইপিএলের ভবিষ্যৎ নিয়েই আছে শংকা ।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বিসিসিআই’ এখনও আশাবাদী , পরিবর্তিত পরিস্থিতিতে সুবিধাজনক সময়ে ১৩তম আইপিএল আয়োজন করা যাবে । সেই জন্য প্রয়োজনে কমিয়ে আনা হবে ম্যাচের সংখ্যা । আর খেলা হবে নির্দিষ্ট কিছু ভেন্যুতে । তবে করোনা পরিস্থিতি এখনও ভয়াবহ ভারতে । বাড়ছে নতুন করে লক ডাউনের মেয়াদ । ফলে এখনও আইপিএলের নতুন দিন-তারিখ নিয়ে সিদ্ধান্ত ঝুলে আছে ।

এদিকে চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য হবার কথা আইসিসি টি-২০ বিশ্বকাপ । কিন্তু অক্টোবর-নভেম্বরে এই আসর হবে কিনা এখনও নিশ্চিত না । ইউরো চ্যাম্পিয়নশিপ আর কোপা আমেরিকা ফুটবলের সাথে অলিম্পিক গেমস এবং বিশ্বকাপ শ্যুটিংয়ের মত আয়োজন পিছিয়ে গেছে । ফলে সমূহ সম্ভাবনা আছে চলতি বছর টি-২০ বিশ্বকাপ আর না হবার ।

টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে , এমন আভাস দিয়েছেন মার্ক টেইলর । অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক জানান , ‘করোনা মহামারীর কারণে প্রতিটা দেশের বোর্ড বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে । করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বোর্ডগুলো যে কোন মুল্যে সেই ক্ষতি পুষিয়ে উঠতে চাইবে । এই ক্ষেত্রে বিশ্বকাপের চেয়ে ভারতের কাছে আইপিএল হবে অনেক বেশী লাভজনক । ‘

আইপিএল না হলে চলতি বছর বিসিসিআই কমপক্ষে চার হাজার কোটি রুপি ক্ষতির মুখে পড়বে । এমন অবস্থায় ভারত বিশ্বকাপের বদলে আইপিএল আয়োজনে বেশী আগ্রহী বলে জানিয়েছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানিয়েছেন , আগামী আগস্টের আগে টি-২০ বিশ্বকাপ নিয়ে কোন সিদ্ধান্তে আসা সম্ভব না ।

আগামী ২৮ মে আইসিসি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় বসবে । সেই সভায় টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে ।

এদিকে মার্ক টেইলর জানান , ‘ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও বিশ্বকাপ আয়োজনের চিন্তা আসলে বাস্তবসম্মত না । কারণ আপাত সব ঠিক হলেও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটা সাবধানতা থাকবেই । অক্টোবরে ১৫টি দেশের বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় আসা এবং সাতটি ভেন্যুতে ৪৫ ম্যাচ আয়োজন করা খুব কঠিন হবে । কারণ যেহেতু অংশ নেয়া সকলের স্বাস্থ্যগত নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে । ‘

তিনি জানান , ‘ বিশ্বকাপ খেলতে এলেও হয়ত ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে প্রতিটা দলকে । এটা পরিস্থিতি আরও জটিল করে তুলবে । ‘

টেইলর আরও বলেন ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্যই বিশ্বকাপ আয়োজন করতে চায়। তবে দর্শকহীন গ্যালারিতে বোবা ম্যাচ করতে চায় না। সেকারণেই আইসিসি’র বৈঠকে বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষে প্রস্তাব দেওয়া হবে।’

৫৫ বছর টেইলর বলেন , ‘ বিশ্বকাপ পিছিয়ে গেলে ভারতের জন্য সুবিধা হবে । একই সময়ে ভারত নিজেদের আইপিএল আসর সেরে নিতে পারে । আর অস্ট্রেলিয়াও তাদের পাশে থাকবে । কারণ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএলে খেলে । ‘

চলতি বছর ভারতে অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেই সফরে ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। বিশ্বকাপ পিছিয়ে গেলেও ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ এ বছরই হোক চাইছেন টেইলর । এই টেস্ট সিরিজে একটাই দলের বিরুদ্ধে খেলা, সিরিজ আয়োজন অপেক্ষাকৃতভাবে অনেক সহজ, মনে করেন সাবেক অজি অধিনায়ক । সেই সঙ্গে চার টেস্টে একটি ভেন্যুতেই হলে অ্যাডিলেডই প্রথম পছন্দ বলে তিনি জানিয়েছেন।

আহাস/ক্রী/০০৭