Download WordPress Themes, Happy Birthday Wishes

করোনা আক্রান্ত বিসিবি’র পরিচালক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেও পড়েছে করোনা ভাইরাসের থাবা । ইতোমধ্যে বাংলাদেশের দুই সাবেক ক্রিকেটার আশিকুর রহমান আর সজীব দাস করোনায় আক্রান্ত হয়েছেন । এবার নতুন আরেক দুঃসংবাদ , করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী ।

জানা গেছে , বুধবার (২০ মে) সিলেটে ওসমানি মেডিকেলের পিসিআর ল্যাবে শফিউল আলমের টেস্ট করা হয়। পরে বৃহস্পতিবার (২১ মে) তার করোনা পজেটিভ হয়েছে বলে জানানো হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বিসিবি পরিচালক ও বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী বেশ কিছুদিন ধরেই জ্বর অনুভব করছিলেন । ফলে নিজেই কোভিড-১৯ টেস্ট করান ।

স্বস্তির খবর হচ্ছে , করোনা পজেটিভ হলেও কোন অসুস্থতা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে সিলেটে নিজের পরিবারের সঙ্গেই আছেন শফিউল। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আহাস/ক্রী/০০১