Download WordPress Themes, Happy Birthday Wishes

বিশেষ ব্যবস্থায় মাঠে ফিরছে ইংল্যান্ডের ক্রিকেট !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

করোনা-ভাইরাস মহামারীর কারণে অন্যসব খেলার মত ইংল্যান্ডের ক্রিকেট বন্ধ । আগামী ২৮ মে পর্যন্ত ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ‘ইসিবি’ । যদিও তার আগেই আবারও বিশেষ ব্যবস্থায় ক্রিকেট মাঠে ফেরাবার চিন্তা করছে ইসিবি ।

ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ভাবছে , পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ক্রিকেটারদের মাঠে নামিয়ে দেয়ার । প্রয়োজনে দর্শকবিহীন মাঠে খেলা হবে । এমনকি ক্রিকেটার আর অন্য সংশ্লিষ্টদের খেলার আগে করোনা-ভাইরাস পরীক্ষা করে নেয়ার কথাও ভাবা হচ্ছে ।

ইসিবি’র এমন চিন্তা-ভাবনাকে সমর্থন জানিয়েছেন ইয়ান মর্গান । ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়েছেন , ‘ ক্রিকেট মাঠে ফিরলে খুব ভাল হবে । এটা মানুষের মনে স্বস্তি দেবে । ‘

মর্গান বলেছেন , ‘ পুরো বিশ্ব এখন আতংকে আছে । এই ক্ষেত্রে খেলাধুলা মানুষের মনে কিছুটা হলেও আশা আর সাহস সঞ্চার করতে পারে । পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আর নিরাপত্তা নিশ্চিত করে খেলা শুরু করতে পারলে ভালই হবে । ‘

আগামী জুনে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের আসার কথা ইংল্যান্ডে । ৪ জুন ওভালে দুই দলের প্রথম টেস্টে মুখোমুখি হবার কথা রয়েছে ।

ওয়েস্ট ইন্ডিজের পরেই অস্ট্রেলিয়া , পাকিস্তান আর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারিত আছে ইংল্যান্ডের । যা সেপ্টেম্বরের মধ্যে হবার কথা ।

এসব সিরিজই ইংল্যান্ড দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা আয়োজনের কথা ভাবছে । ইসিবির এমন চিন্তাকে সমর্থন দিয়ে মর্গান জানিয়েছেন , ‘ যদি বিশেষ ব্যবস্থায় খেলা আয়োজন করা হয় , সেটা বেশ ভালই হবে । আমরা বর্তমান কঠিন পরিস্থিতি পেছনে ফেলে কিছুটা হলেও এগিয়ে যাব । ‘

আহাস/ক্রী/০০২