Download WordPress Themes, Happy Birthday Wishes

অকালে চলে গেলেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

মাত্র ১৪ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন অ্যাথলেটিকো মাদ্রিদের ক্রিস্টিয়ান মিনকোলা । স্পেনের নামী ক্লাবটির জুনিয়র দলে স্ট্রাইকার হিসেবে খেলতেন মিনকোলা ।

অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ২০১৩-১৪ মৌসুমে যোগ দেন মিনকোলা । সর্বশেষ খেলেছেন স্প্যানিশ অনূর্ধ্ব-১৪ লীগে । দলের হয়ে তিনি জুনিয়র লেভেলে এক মৌসুমেই করেছিলেন ৫০ গোল।

অ্যাথলেটিকো মাদ্রিদের প্রেসিডেন্ট এনরিক সেজেরো জানিয়েছেন , ‘ আমাদের কিশোর ফুটবলারের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি । মিনকোলা খুব প্রতিভাবান ছিল । আমরা তার পরিবারের পাশে আছি । ‘

মিনকোলার মৃত্যুর সঠিক কারণ অবশ্য ক্লাবের তরফ থেকে জানানো হয় নি ।

আহাস/ক্রী/০০৪