Download WordPress Themes, Happy Birthday Wishes

হেরেও জিতে গেলেন জিম্বাবুয়ের অধিনায়ক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সকালবেলা মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে শুরুতে টস ভাগ্য হেসেছিল বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হকের পক্ষে । যদিও দিনের শেষে সেঞ্চুরি করে জয়ের হাসি হেসেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আভরিন । আর তাতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় আছে সফরকারীরা ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে বাংলাদেশ আর জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট । ম্যাচের প্রথম দিন শেষে পুরো নব্বই ওভার খেলা জিম্বাবুয়ে তুলেছে ছয় উইকেটে ২২৬ রান ।

টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটা অবশ্য ভাল ছিল না । দলীয় মাত্র ৭ রানেই সফরকারীরা হারায় প্রথম উইকেট । ব্যক্তিগত ২ রান করা কেভিন কাসুজা ফিরে যান আবু জায়েদ রাহীর বলে নাইমের হাতে ক্যাচ দিয়ে ।

কিন্তু দ্বিতীয় উইকেটে প্রিন্স মাসভারে আর আভরিন যোগ করেন ১০১ রান । ওপেনার প্রিন্স ৬৪ রান করে ফেরেন । তার ১৫২ বলের ধৈর্যশীল ইনিংসে ছিল নয়টি চার ।

তারপরেই ১০ রান করে ফেরেন ব্র্যান্ডন টেইলর । সিকান্দার রাজা ৬২ বল টিকলেও ১৮ রানের বেশী করতে পারেন নি ।

তিমিসিয়েন মারুমাও আউট হয়েছেন ৭ রানে ।

এর মধ্যেই সেঞ্চুরি পূরণ করেন আভরিন । দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে জিম্বাবুয়ের অধিনায়ক করেছেন ১০৭ রান । তার ২২৭ বলের ইনিংসে ছিল ১৩টি চার ।

নাইম হাসান চার উইকেট নিয়ে ছিলেন সেরা বোলার । দুই উইকেট পেয়েছেন আবু জায়েদ রাহী ।

আহাস/ক্রী/০১০