Download WordPress Themes, Happy Birthday Wishes

রেকর্ড গড়েও দক্ষিণ আফ্রিকাকে জেতাতে পারলেন না ডি কক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েও দক্ষিণ আফ্রিকাকে জেতাতে পারেন নি অধিনায়ক কুইন্টন ডি কক । উল্টো সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে গেছে মাত্র দুই রানের ব্যবধানে । আর তাতে তিন ম্যাচের সিরিজে এসেছে ১-১ ব্যবধানে সমতা ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডারবানে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তোলে সাত উইকেটে ২০৪ রান । জবাবে দারুণ লড়াই করেও ২০ ওভারে ২০২ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস ।

টার্গেট তাড়ায় শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ১৫ রান । টম ক্যুরানের প্রথম বলে কোন রান হয় নি । কিন্তু পরের দুই বলে একটি ছক্কা আর চার হাঁকিয়ে স্বাগতিকদের জয়ের আশা জাগিয়ে দেন ডোয়াইন প্রিটোরিয়াস । চতুর্থ বলে তিনি নেন আরও দুই রান । ফলে শেষ দুই বলে দরকার ছিল তিনটি রান । কিন্তু শেষ দুই বলে আর পারে নি তারা জয়ের লক্ষ্য পূরণ করতে । শেষ দুই বলে আউট হয়ে যান প্রিটোরিয়াস আর বিয়র্ন ফরটুইন ।

প্রিটোরিয়াস ১৩ বলে দুইটি চার আর একটি ছক্কায় ২৫ রান করেছেন । রেসি ভ্যান ডার ডুসেন অপরাজিত ছিলেন ৪৩ রানে । তার ২৬ বলের ইনিংসে ছিল দুইটি চার আর তিনটি ছক্কা ।

অথচ শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে ৪৭ বলে ৯২ রানের উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন টেম্বা বাভুমা আর ডি কক । ডি কক মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন । যা দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ।

শেষ পর্যন্ত ২২ বলে ৬৫ রান করে আউট হয়েছেন ডি কক । মেরেছেন মাত্র দুইটি চার আর ছক্কা ছিল আটটি ।

২৯ বলে দুইটি চারে ৩১ রান করেছেন বাভুমা ।

১৬ বলে ২১ রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে । তিনি মেরেছেন একটি চার আর দুইটি ছক্কা ।

ইংল্যান্ডের হয়ে ক্যুরান , ক্রিস জর্ডান আর মার্ক উড নিয়েছেন দুইটি করে উইকেট ।

এর আগে ইংল্যান্ডের ইনিংসে ৩০ বলে সর্বোচ্চ ৪৭ রান করেছেন বেন স্টোকস । তার অপরাজিত ইনিংসে ছিল চারটি চার আর দুইটি ছক্কা ।

২৯ বলে ৪০ রান করেছেন ওপেনার জেসন রয় । তিনি মেরেছেন তিনটি চার আর দুইটি ছক্কা ।

শেষের দিকে ১১ বলে ৩৯ রান করে দলের রান দুইশ ছাড়িয়ে দেন মইন আলী । এই অল রাউন্ডার মেরেছেন তিনটি চারের সাথে চারটি ছক্কা ।

ম্যাচের সেরা হয়েছেন মইন আলী ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে শেষ টি-২০ , যা এখন সিরিজ নির্ধারণী ফাইনালে পরিনত হয়েছে ।

আহাস/ক্রী/০০১