Download WordPress Themes, Happy Birthday Wishes

বাংলাদেশ দলে নতুন মুখ !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগামী ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সামনে কঠিন পরীক্ষা । ২০২২ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের । ম্যাচটি বাংলাদেশ খেলবে নিজ দেশের মাটিতে । প্রথমে এই ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবার কথা থাকলেও সেটা সরিয়ে নেয়া হয়েছে সিলেটে ।

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচকে সামনে রেখে ২০ ফেন্রুয়ারি ঢাকায় এসেছে কোচ জেমি ডে । দল গঠনের জন্য তিনি এখন নজর রাখছেন পেশাদার ফুটবল লীগে । ইতোমধ্যেই অনেকেই খেলা তার মনে ধরেছে বলে জানিয়েছেন ফুটবল কোচ । দিয়েছেন , আফগানিস্তানের বিপক্ষে নতুন কাউকে সুযোগ দেয়ার ইঙ্গিত ।

তবে চলমান প্রিমিয়ার লীগে বাংলাদেশের অনেকেই নিয়মিত খেলার সুযোগ পাচ্ছে না , এই নিয়েও খানিকটা হতাশ জেমি ডে ।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জেমি শিষ্যদের নিয়ে ১০ দিনের ক্যাম্প করতে চান। যার প্রথম পাঁচদিন হবে ঢাকায়। বাকি সময়টা সিলেটে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই শেষ পাঁচদিন ক্যাম্প করবেন সিলেটে। প্রথম দেখায় আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে।

সিলেটে হোম ভেন্যুর সুবিধা নিয়ে এবার জেমি জিততে চান, ‘তারা শুধু আমাদের চেয়ে র‌্যাংকিংয়েই এগিয়ে নয়, শক্তিতেও। আফগানদের বিপক্ষে আগের ম্যাচ ভালো খেলেও দুর্ভাগ্যের কারণে হেরে যাই। আমরা জানি এবার ভালো ফল পেতে আামদের আরও ভালো খেলতে হবে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ছেলেরা সেটা পারবে বলেই আমার বিশ্বাস।’

২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) জেমি ফের যাবেন লন্ডনে। সেখানে উয়েফা প্রো-লাইসেন্সের একটি কোর্সের পরীক্ষা দিয়ে পাঁচদিন পর আবার ফিরবেন ঢাকায়।

আহাস/ক্রী/০১১