Download WordPress Themes, Happy Birthday Wishes

ঘোষিত হলো বাংলাদেশের টেস্ট স্কোয়াড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল । আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে শুরু হবে একমাত্র টেস্ট । ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে । এই সিরিজে আরও তিনটি ওয়ানডে এবং দুইটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের একমাত্র টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বিসিবি’ । যেহেতু প্রথমেই টেস্ট লড়াই , তাই আপাতত সাদা পোশাকের দলটাই ঘোষণা করেছে বিসিবি ।

চলতি মাসেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে এসেছে বাংলাদেশ । সেই দলের চারজন বাদ পড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে । আর দলে এসেছেন দুইজন নতুন মুখ । সব মিলিয়ে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি ।

আগে থেকেই ধারণা পাওয়া গিয়েছিল , মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে । সেটাই হয়েছে । বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন বাংলাদেশের টি-২০ স্কোয়াডের অধিনায়ক ।

বিয়ের কারণে ছুটি নেয়ায় দলে নেই সৌম্য সরকার । সাথে বাদ পড়েছেন আল আমিন হোসেন আর রুবেল হোসেন । এরা সবাই পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট স্কোয়াডে ছিলেন ।

এছাড়াও পাকিস্তানে না যাওয়া মুশফিকুর রহিম ফিরেছেন স্কোয়াডে ।

দলে নতুন মুখ হাসান মাহমুদ ও ইয়াসির আলী রা‌ব্বি।

বাংলাদেশ স্কোয়াড –

মুমিনুল হক (অধিনায়ক) , তামিম ইকবাল খান , সাইফ হাসান , নাজমুল হোসেন শান্ত , মুশফিকুর রহিম , মোহাম্মদ মিঠুন , লিটন কুমার দাস , তাইজুল ইসলাম , নাইম হাসান , এবাদত হোসেন , আবু জায়েদ রাহী , মেহেদি হাসান মিরাজ , মোস্তাফিজুর রহমান , হাসান মাহমুদ , ইয়াসির আলী চৌধুরী রাব্বি ।

আহাস/ক্রী/০১০