Download WordPress Themes, Happy Birthday Wishes

কলম্বিয়াকে হারিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

কনমেবল অঞ্চল থেকে সবার আগে অলিম্পিক ফুটবলে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা । কলম্বিয়াকে হারিয়ে বাছাই-পর্বে টানা দ্বিতীয় জয়ে আর্জেন্টিনা পেয়েছে আসন্ন অলিম্পিকে খেলার ছাড়পত্র ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বুকারামাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়াকে ১-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল দল (অনূর্ধ্ব-২৩) । প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয়ে অলিম্পিকে খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার ।

ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয় নি । ৫০ মিনিটে অগাস্টিন আরসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা ।

৫৩ মিনিটে আর্জেন্টিনার পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন মেহায়েন পেরেজ ।

৬৭ মিনিটে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমায় কলম্বিয়া ।

এই জয়ে চার দলের বাছাই পর্বে দুই ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা । ২০০৪ আর ২০০৮ সালের অলিম্পক সোনাজয়ী দল চলতি বছর টোকিও অলিম্পিকে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে লাম লিখিয়েছে ।

আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে হারিয়েছে উরুগুয়েকে । শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা । সেই ম্যাচে হারলেও কোন সমস্যা নেই আলবেসেলেস্তেদের । তবে ব্রাজিলকে আর্জেন্টিনার ব ইপক্ষে জিততে হবে আগামী অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে । ২০১৬ সালে রিও অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল ।

আহাস/ক্রী/০০১