Download WordPress Themes, Happy Birthday Wishes

ইউরোপা লীগে পর্তুগীজ তারকার টানা দ্বিতীয় হ্যাট্রিক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

উইয়েফা ইউরোপা লীগে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিক তুলে নিয়েছেন দিয়াগো জোটা । গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যাট্রিকের পর এবার এই পর্তুগীজ ফরোয়ার্ড হ্যাট্রিক করেছে রাউন্ড-৩২ এর প্রথম লেগে । জোটার হ্যাট্রিকের সুবাদে ইংলিশ ক্লাব ওলভারহ্যাম্পন বড় ব্যবধানে হারিয়েছে স্পেনের স্প্যানিওলকে ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ মলিনেক্স স্টেডিয়ামে উলভস ৪-০ গোলে হারিয়েছে এস্পানিওলকে । প্রায় চল্লিশ বছর পর ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় খেলতে এসেই এবার চমক দেখাচ্ছে ইংলিশ ক্লাবটি ।

খেলার ১৫ মিনিটে প্রথম আঘাত হানেন জোটা । এরপর তিনি ৬৭ আর ৮১ মিনিটে পর পর দুই গোল করে হ্যাট্রিক পূরণ করেন ।

২৩ বছর বয়সী জোটা টানা দ্বিতীয় ইউরোপিয়ান ম্যাচে হ্যাট্রিক করলেন । গত ডিসেম্বরে তুরস্কের বেসিকটাসের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন পর্তুগালের পক্ষে দুইটি ম্যাচ খেলা জোটা । এর আগে সর্বশেষ ২০১২ সালে জার্মানির শালকের হয়ে টানা দুই ম্যাচে হ্যাট্রিক করেছিলেন ক্লাস ইয়ান হান্টেলার ।

ম্যাচের ৫২ মিনিটে উলভসের হয়ে অন্য গোলটি করেন রুবেন নেভেস । চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল করেছেন নেভেস ।

এদিকে ইউরোপা লীগের আরেক ম্যাচে ক্লাব ব্রুগেসের মাঠে ১-১ গোলে ড্র করেছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ।

গতবারের ফাইনালিস্ট আর্সেনাল গ্রিসের মাঠে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক অলিম্পিয়াকোসকে ।

আহাস/ক্রী/০০১